ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

মালয়েশিয়ায় স্বদেশিকে পুড়িয়ে হত্যার দায়ে বাংলাদেশি অভিযুক্ত

মালয়েশিয়ার কুয়ালা কাংসার ম্যাজিস্ট্রেট আদালতে স্বদেশিকে পুড়িয়ে হত্যার দায়ে অভিযুক্ত বাংলাদেশি। ছবি: সংগৃহীত।

Print Friendly, PDF & Email

 

 

মালয়েশিয়ায় স্বদেশিকে পুড়িয়ে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন এক বাংলাদেশি। মালয়েশিয়ার পেরাক রাজ্যের লেংগংয়ের কুয়াকের একটি আদালত এক বাংলাদেশিকে পুড়িয়ে হত্যার দায়ে অভিযুক্ত করেন। অভিযুক্ত বাংলাদেশির নাম মোহাম্মদ মকবুল হোসাইন।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আদালতে বাংলাদেশি মো. মনোয়ার হোসেনকে হত্যার অভিযোগ আসামি মোহাম্মদ মকবুল হোসাইনকে পড়ে শোনানো হয়। দন্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী মকবুল হোসাইনের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়। আসামি দোষী সাব্যস্ত হলে মৃত্যুদন্ড বা ৪০ বছর পর্যন্ত কারাদন্ডে দন্ডিত হতে পারেন।

 

আদালতে মালয় ভাষায় পঠিত অভিযোগটি অভিযুক্ত বাংলাদেশি বুঝতে না পারায় তার কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। ডেপুটি পাবলিক প্রসিকিউটর সুফি আইমান আজমি প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন এবং আসামির পক্ষে কোনো প্রতিনিধি না থাকায় আদালত একজন দোভাষী নিয়োগের জন্য আগামি ২০ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন বিচারক মোহাম্মদ শাজমির জামহারি।

 

আদালত সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে লেংগং কুয়াকের কাম্পুং পেংকালান ইকানের একটি কলা বাগানে মো. মনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করার পর শরীরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে মকবুল হোসাইনের বিরুদ্ধে।

 

নিহত বাংলাদেশি শ্রমিকের লাশ তার বাসা থেকে প্রায় ১০ মিটার দূরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ ঘটনার পর তল্লাশি অভিযান চালায় স্থানিয় পুলিশ। এরপর ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে পেরাকের কুয়ালা কাংসারের জালান কাম্পুং জামুয়ানের রাস্তার পাশ থেকে নিহত ওই বাংলাদেশির বন্ধু মোহাম্মদ মকবুল হোসাইনকে আটক করে পুলিশ।

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

মালয়েশিয়ায় স্বদেশিকে পুড়িয়ে হত্যার দায়ে বাংলাদেশি অভিযুক্ত

আপডেট: ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
Print Friendly, PDF & Email

 

 

মালয়েশিয়ায় স্বদেশিকে পুড়িয়ে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন এক বাংলাদেশি। মালয়েশিয়ার পেরাক রাজ্যের লেংগংয়ের কুয়াকের একটি আদালত এক বাংলাদেশিকে পুড়িয়ে হত্যার দায়ে অভিযুক্ত করেন। অভিযুক্ত বাংলাদেশির নাম মোহাম্মদ মকবুল হোসাইন।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আদালতে বাংলাদেশি মো. মনোয়ার হোসেনকে হত্যার অভিযোগ আসামি মোহাম্মদ মকবুল হোসাইনকে পড়ে শোনানো হয়। দন্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী মকবুল হোসাইনের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়। আসামি দোষী সাব্যস্ত হলে মৃত্যুদন্ড বা ৪০ বছর পর্যন্ত কারাদন্ডে দন্ডিত হতে পারেন।

 

আদালতে মালয় ভাষায় পঠিত অভিযোগটি অভিযুক্ত বাংলাদেশি বুঝতে না পারায় তার কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। ডেপুটি পাবলিক প্রসিকিউটর সুফি আইমান আজমি প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন এবং আসামির পক্ষে কোনো প্রতিনিধি না থাকায় আদালত একজন দোভাষী নিয়োগের জন্য আগামি ২০ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন বিচারক মোহাম্মদ শাজমির জামহারি।

 

আদালত সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে লেংগং কুয়াকের কাম্পুং পেংকালান ইকানের একটি কলা বাগানে মো. মনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করার পর শরীরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে মকবুল হোসাইনের বিরুদ্ধে।

 

নিহত বাংলাদেশি শ্রমিকের লাশ তার বাসা থেকে প্রায় ১০ মিটার দূরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ ঘটনার পর তল্লাশি অভিযান চালায় স্থানিয় পুলিশ। এরপর ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে পেরাকের কুয়ালা কাংসারের জালান কাম্পুং জামুয়ানের রাস্তার পাশ থেকে নিহত ওই বাংলাদেশির বন্ধু মোহাম্মদ মকবুল হোসাইনকে আটক করে পুলিশ।