বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর নাম ব্যবহার করে অনলাইনে ভুয়া বিজ্ঞাপন দিয়ে বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের সাথে প্রতারণা করছে একটি চক্র। আর এই প্রতারক চক্রের সাথে আর্থিক লেনদেন না করতে সতর্ক করেছে বোয়েসেল।
বোয়েসেলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক এ.বি.এম আবদুল হালিম (উপসচিব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোয়েসেল-এর নাম ব্যবহার করে বেশ কিছু ওয়েবসাইট ও ফেইসবুক পেজে বিদেশে কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দিয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। সেই সাথে কর্মী নিয়োগের আশ্বাস প্রদান করে অভিবাসন প্রত্যাশীদের নিকট হতে নগদ অর্থ গ্রহণ, মেডিকেল টেস্ট ও ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
বিজ্ঞতিতে আরো জানানো হয়, বোয়েসেল এর মাধ্যমে অভিবাসন প্রত্যাশীদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করার পর সার্ভিসচার্জ গ্রহণ করা হয়। আর বৈদেশিক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি শুধুমাত্র বোয়েসেলের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রকাশ করে থাকে।
এমতবস্থায়, বোয়েসেল এর মাধ্যমে অভিবাসন প্রত্যাশীদের শুধুমাত্র বোয়েসেল ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানায় প্রতিষ্ঠানটি ।