মালয়েশিয়ায় ৩ টি সাব-সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের আবেদনের বিষয়ে বৈঠকে বসছে দেশটির দুই মন্ত্রণালয়। সেলুন, টেক্সটাইল এবং সোনার দোকান এই তিন সেক্টরে বিদেশী কর্মী নিয়োগের প্রক্রিয়া সুন্দর ভাবে পরিচালনা করার জন্য আগামী সপ্তাহে দেশটির মানবসম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি.শিবকুমার এ তথ্য জানান। দেশটির মন্ত্রিসভা অনুমোদিত তিনটি উপখাতের জন্য বরাদ্দকৃত সাড়ে সাত হাজার বিদেশী কর্মীর আবেদনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
গেল ৪ সেপ্টেম্বর দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনটি সাব সেক্টরের জন্য বিদেশী কর্মী নিয়োগের আবেদনের একটি অংশ অনুমোদন দেয়া হয়েছে। যা ২০০৯ সাল থেকে স্থগিত ছিল। তবে তিনি শর্ত দিয়েছেন স্থানীয় যুবকদেরও এই তিনটি সেক্টরে শূন্যপদ পূরণের জন্য প্রশিক্ষণ দিতে হবে।
এই ঘোষণার আগে মানবসম্পদমন্ত্রী বলেছিলেন, তিনটি সাব-সেক্টরে লোকবলের গুরুতর ঘাটতির কারণে অনেক নিয়োগকর্তা তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন। দ্রুততম সময়ে এ তিন সেক্টরে কর্মী নিয়োগ করা হবে এমনটি জানিয়েছিলেন মানবসম্পদমন্ত্রী ভি.শিবকুমার।