কর্মসংস্থানের জন্য বিদেশগামী কর্মীদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার জাল সনদ ব্যবহার না করতে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাল সনদ ব্যবহার না করতে সংশ্লিষ্ট কর্মী ও রিক্রুটিং এজেন্সি গুলোকে সতর্ক করা হয়।
ওই সতর্কবার্তায় বলা হয়, বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভুয়া বা জাল সনদ ব্যবহারের মাধ্যমে আইন লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স স্থগিত করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একইসাথে আরো বলা হয়েছে, বিভিন্ন সময়ে অসাধু ব্যক্তিগণ শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা সংক্রান্ত বিষয়ে জাল বা ভুয়া সনদ ব্যবহার করেন। এ ধরনের ভুয়া সনদ প্রদান কিংবা অনুরূপ জাল সনদের মাধ্যমে চাকুরিপ্রাপ্তি বা এ প্রক্রিয়ায় সহযোগিতা বাংলাদেশের দণ্ডবিধি, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এবং গন্তব্য দেশে অনুরূপ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
তাই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র ইমিগ্রেশন ক্লিয়ারেন্স গ্রহণের জন্য উপস্থাপিত কাগজপত্রে কোনো জাল সনদ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ইস্যু না করা এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স স্থগিত করাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরই প্রেক্ষিতে বৈদেশিক কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সিসগুলোকে এ বিষয়ে সতর্ক করা হয় ওই বিজ্ঞপ্তির মাধ্যমে।