জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো – বিএমইটি’র মহাপরিচালক মোঃ শহীদুল আলমকে বদলি করা হয়েছে। আর বিএমইটি’র নতুন মহাপরিচালক করা হয়েছে সালেহ আহমদ মোজাফফরকে।
মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়| এক আদেশে বিএমইটি’র মহাপরিচালক মোঃ শহীদুল আলমকে বদলি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। আরেক প্রজ্ঞাপনে, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো – বিএমইটি’র মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়।
বিএমইটির সার্ভার জালিয়াতি ও প্রবাসীদের তথ্য মুছে ফেলা চক্রের সদস্যদের কর্মকান্ড ও মহাপরিচালকের ভূমিকা নিয়ে সম্প্রতি কয়েকটি পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রচার ও প্রকাশিত হয় এতে করে বিএমইটি’র নানা কর্মকান্ড নিয়ে আলোচনা- সমালোচনা শুরু হয়। এমন এক পরিস্থিতিতে বদলির করা হল মোঃ শহীদুল আলমকে।