লিবিয়ার বেনগাজী ও তার আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ৪ দিন ব্যাপী দূতাবাসের কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান করা ।
বুধবার ৩০ (আগস্ট) বিকালে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে জানানো হয় , ১লা সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর সকাল ০৯ টা থেকে বিকাল ০৬ টা পর্যন্ত দূতাবাসের কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান করা হবে। ঠিকানা: হাদায়েক হোটেল, সেন্ট্রাল পার্কের নিকটবর্তী, হাদায়েক, বেনগাজী।
দূতাবাসের যে সকল সেবা প্রদান করা হবে তার মধ্যে রয়েছে, মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) রিইস্যু’র আবেদনপত্র গ্রহণ, পূর্বে আবেদনকৃত MRP বিতরণ, ট্র্যাভেল পারমিট (আউটপাস) এর আবেদনপত্র গ্রহণ ও বিতরণ, দেশে ছুটিতে যাওয়ার প্রত্যয়নপত্র ইস্যু, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদের আবেদনপত্র গ্রহণ, নতুন পাসপোর্টে ভিসার জন্য বা হারানো পাসপোর্টের জন্য সার্টিফিকেট ইস্যু এবং বিভিন্ন কাগজপত্র সত্যায়ন’সহ সংশ্লিষ্ট কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান করা হবে।
এ উপলক্ষে ৩১ আগস্ট লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি কন্স্যুলার টীম বেনগাজী সফর করবেন বলে জানানো হয় ওই পোস্টে।
আরো বলা হয়েছে, ডিজিটাল পাসপোর্ট (MRP) রিইস্যু’র জন্য পুরানো পাসপোর্ট (হারানো পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট), পাসপোর্টের ফটোকপি, জন্ম নিবন্ধন বা ভোটার আইডির ফটোকপি এবং এক কপি ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে৷ ডিজিটাল পাসপোর্ট রিইস্যু’র ফি সাধারণ কর্মীদের জন্য ৩৩ মার্কিন ডলার এবং পেশাজীবীদের জন্য ১১০ মার্কিন ডলার বলে উল্লেখ করা হয় পোস্টে।
সেবা গ্রহণের লক্ষ্যে বেনগাজী ও তার আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় কন্স্যুলার ও কল্যাণ সেবা দূতাবাসের প্রতিনিধি দলের নিকট থেকে গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়।
এছাড়াও এ বিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের ফোন নাম্বার +২১৮৯১০০১৩৯৬৮।