বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে আরো ৩১ কর্মী আজ মালয়েশিয়া যাচ্ছে। কম খরচে বিদেশে কর্মী পাঠাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের বাস্তবায়নের জন্য এই পদ্ধতি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল এর সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় এই কর্মীরা যাচ্ছেন মালয়েশিয়া।
আজ রবিবার (২৭ আগস্ট) বিকালে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটির সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে কর্মীদের পাসপোর্ট, ভিসা ও বিএমইটি’র ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তুলে দেয়া হবে। বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি এবং ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মো. রুহুল আমিন স্বপনসহ মন্ত্রণালয়, বিএমইটি ও বায়রার প্রতিনিধারা কর্মীদের বিদায় জানাবেন।
এর আগে (১৯ জুন ২০২৩) প্রথমবারের মতো বেসরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া গিয়েছে ২০ কর্মী। বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে ও জেজি আল ফালাহ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় এইসব কর্মী গেছে মালয়েশিয়ায়।
ঐদিন সকালে রাজধানী ঢাকার বসুন্ধরায় ‘ক্যাথারসিস কমপ্লেক্সে’ বিনা খরচে মালয়েশিয়া যাওয়া কর্মীদের জন্য আয়োজিত অনুষ্ঠানে কর্মীদের বিদায় জানিয়েছিলেন, বায়রা’র সাবেক মহাসচিব ও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির কর্ণধার রুহুল আমিন স্বপন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম’সহ মন্ত্রণালয় ও বিএমইটির কর্মকর্তারা।