ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

মালয়েশিয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের ১৮টি প্রতিষ্ঠান সিলগালা

Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের ১৮টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করেছে কুয়ালালামপুর সিটি করপোরেশনের (ডিবিকেএল) এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।

 

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) ডিবিকেএল ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশি ও মিয়ানমারের মালিকানাধীন কার ওয়াশ, পোশাক, ব্যাগ, মোবাইল ফোন সরঞ্জাম, রেস্টুরেন্টসহ ২৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় তারা বৈধ ব্যবসায়িক কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় দেশটির স্থানীয় সরকার আইন ১৯৭৬-এর ১০১ (১) (ভি) অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়।

 

বুধবার (২৩ আগষ্ট) রাজধানীর জালান কুচাই লামা, জালান পান্তাই দালাম, তামান মেলাতি গোমবাক, জালান পুডু চেরাস, জালান জিনজান, তামান ফাদাসন কেপং, জালান দেশা তাসিক সুঙ্গাই বেসি এবং পেকানের আটটি হটস্পটে এই অভিযান পরিচালনা করা হয়।

 

সিটি করপোরেশন বলছে, বাংলাদেশি এবং মিয়ানমারের মালিকানাধীন এসব ব্যবসা প্রতিষ্ঠানের বৈধ কোনো ব্যবসায়িক কাগজপত্র না থাকায় এগুলো সিলগালা করা হয়েছে। এছাড়াও ওয়াার্ক পারমিট ছাড়া বিদেশী কর্মী নিয়োগ এবং ডিবিকেএল থেকে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করায় মোট ১৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 

কুয়ালালামপুর সিটি করপোরেশন জানায়, ১১টি সংসদীয় নির্বাচনী এলাকায় বিদেশি নাগরিক পরিচালিত যে সব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেসব এলাকায় ক্রমাগত পর্যবেক্ষণ এবং তদন্ত চলবে।

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

মালয়েশিয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের ১৮টি প্রতিষ্ঠান সিলগালা

আপডেট: ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের ১৮টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করেছে কুয়ালালামপুর সিটি করপোরেশনের (ডিবিকেএল) এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।

 

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) ডিবিকেএল ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশি ও মিয়ানমারের মালিকানাধীন কার ওয়াশ, পোশাক, ব্যাগ, মোবাইল ফোন সরঞ্জাম, রেস্টুরেন্টসহ ২৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় তারা বৈধ ব্যবসায়িক কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় দেশটির স্থানীয় সরকার আইন ১৯৭৬-এর ১০১ (১) (ভি) অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়।

 

বুধবার (২৩ আগষ্ট) রাজধানীর জালান কুচাই লামা, জালান পান্তাই দালাম, তামান মেলাতি গোমবাক, জালান পুডু চেরাস, জালান জিনজান, তামান ফাদাসন কেপং, জালান দেশা তাসিক সুঙ্গাই বেসি এবং পেকানের আটটি হটস্পটে এই অভিযান পরিচালনা করা হয়।

 

সিটি করপোরেশন বলছে, বাংলাদেশি এবং মিয়ানমারের মালিকানাধীন এসব ব্যবসা প্রতিষ্ঠানের বৈধ কোনো ব্যবসায়িক কাগজপত্র না থাকায় এগুলো সিলগালা করা হয়েছে। এছাড়াও ওয়াার্ক পারমিট ছাড়া বিদেশী কর্মী নিয়োগ এবং ডিবিকেএল থেকে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করায় মোট ১৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 

কুয়ালালামপুর সিটি করপোরেশন জানায়, ১১টি সংসদীয় নির্বাচনী এলাকায় বিদেশি নাগরিক পরিচালিত যে সব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেসব এলাকায় ক্রমাগত পর্যবেক্ষণ এবং তদন্ত চলবে।