রোমানিয়ার সীমান্ত অঞ্চল নাদলাকে গত ২৪ ঘণ্টায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১১৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে রোমানিয়া সীমান্ত পুলিশ এই তথ্য জানায়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, আরাদ কাউন্টির সীমান্ত পুলিশ রোববার থেকে সোমবার পর্যন্ত বেশ কয়েকটি অভিয়ান পরিচালন করে। এতে ১১৬জন অভিবাসীকে আটক করা হয়। আটক হওয়া এই অভিবাসীরা অনিয়মিত উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে শেনজেনভূক্ত দেশগুলোতে প্রবেশের লক্ষ্যে ট্রাক এবং লরির ভেতর লুকিয়ে ছিলেন।
রোমানিয়ায় নিবন্ধিত গাড়িটির চালক জার্মানির একটি বাণিজ্যিক কোম্পানির জন্য মার্বেল, প্লাস্টিক এবং ধাতব পদার্থ পরিবহনের উদ্দেশ্যে রোমানিয়া ডেনমার্ক রুটে ভ্রমণ করছিলেন। গাড়িগুলো পুঙ্খানুপুঙ্খ চেকের পর লরি থেকে ৯৪ জন বিদেশি নাগরিক এবং বাকিদের ট্রাক থেকে বের করে আনেন সীমান্ত পুলিশের দল।
আটক হওয়া এই অভিবাসীদেরকে তদন্তের জন্য আরাদ অঞ্চলের অভিবাসন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। আটক হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও সিরিয়া, পাকিস্তান, মিশর, ভারত, ঘানা, শ্রীলঙ্কা, নেপাল এবং ইরাকের নাগরিকেরা আছেন। তারা সবাই বেআইনিভাবে পশ্চিম ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেছিল। প্রাথমিকভাবে সীমান্ত পুলিশ অভিবাসীদের পরিবহনকারী চালকদের বিরুদ্ধে অভিবাসী পাচারের অভিযোগে বিচারিক তদন্ত শুরু করেছে।
এদিকে আইন ভঙ্গ করে রোমানিয়া সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সীমান্ত পুলিশ।
এই ধরনের অভিযোগে অভিযুক্ত অভিবাসীদের সাধারণত নিজ দেশে ফেরত পাঠানো এবং পরবর্তীতে ইইউ ও রোমানিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। সূত্র: ইনফোমাইগ্রেন্টস।