সরাসরি রাজনীতির ময়দানে সক্রিয় না থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রতিটি সংকট সংগ্রামে যে মানুষটি সবচেয়ে বেশি সাহস যোগাতেন তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গমাতার ৯৪ তম জন্মবার্ষিকী এবং বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটি।
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর দারুস সালামে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিএমইটির মহাপরিচালক শহিদুল আলম এনডিসি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, “বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে যেভাবে আমরা সামনে পেয়েছি তার পেছনের খুঁটি ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বঙ্গমাতার উৎসাহ এবং অনুপ্রেরণায় বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। জাতির জনকের জীবনের নানা চড়াই উতরাইয়ের সময় সংসার আগলে রেখেছেন এবং বঙ্গবন্ধুর কাজে উৎসাহ দিয়েছেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, “পর্দার অন্তরাল থেকে সংকটে, সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস দিয়েছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন না, ছিলেন সহযোদ্ধা। নীরব রাজনৈতিক সহকর্মী। বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব|”
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিএমইটির মহাপরিচালক শহিদুল আলম এনডিসি বলেন, “বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পদক্ষেপে জাতির পিতাকে সক্রিয় সহযোগিতা করে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত করেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা, যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বঙ্গবন্ধু এই জাতিকে ঠিকানা দিয়েছেন। আর বঙ্গমাতা সবসময় বঙ্গবন্ধুকে সাহস যোগাতেন। বঙ্গমাতার কর্ম ও ত্যাগ তাকে আজীবন জাতির কাছে স্মরণীয় করে রাখবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো: হামিদুর রহমান, বাংলাদেশে ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট খাতের আরো অনেকেই।