ঢাকা , শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :

চাঁদা না দেয়ায় দ. আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

Print Friendly, PDF & Email

 

দক্ষিণ আফ্রিকায় দোকানে চাঁদা না পেয়ে সেলিম মাতুব্বর (৬০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। নিহত সেলিম মাতুব্বর মাদারীপুরের রাজৈর পৌরসভার মজুমদারকান্দি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে।

 

সোমবার (৭ আগস্ট) দুপুরে নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন সেলিম মাতুব্বরের ছেলে শিহাব আহমেদ। তিনি জানান, শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে এ ঘটনা ঘটে।

 

নিহতের পরিবার সূত্র বলছে, ২০/২৫ বছর আগে পরিবার পরিজনদের নিয়ে একটু ভালো থাকার আসায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সেলিম মাতুব্বর। সেখানে জোহানসবার্গে তিনি একটি মুদি দোকান করতেন। গত শুক্রবার রাতে তিনি তাঁর দোকানে অবস্থান করছিলেন। রাতেই স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এসময় সন্ত্রাসীরা দোকানে লুটপাট চালায়, কিন্তু তেমন টাকা পয়সা না থাকায় সেলিম মাতুব্বরের কাছে টাকা দাবি করেন।

 

এরপর সেলিম মাতুব্বর টাকা নাই বললে তাঁকে মারধর শুরু করে সন্ত্রাসীরা। এসময় তিনি চিৎকার করলে সন্ত্রাসীরা তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতেও ক্ষ্যান্ত হয়নি সন্ত্রাসীরা, পরে তাকে গুলি করে সেলিম মাতুব্বরের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার দুইদিন পর যখন তাঁর পরিবার সেলিম মাতুব্বরের কোন খোঁজ পাচ্ছিল না। তখন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত তাঁর স্বজনদের মাধ্যমে স্থানীয় পুলিশের সহযোগিতায় ওই দোকানে গিয়ে সেলিম মাতুব্বরের লাশ উদ্ধার করে।

 

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জামাল মাতুব্বরের বড় ভাই সেলিম মাতুব্বর। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত সেলিম মাতুব্বরের  লাশ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবার।

Tag :
জনপ্রিয়

মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি

চাঁদা না দেয়ায় দ. আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট: ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
Print Friendly, PDF & Email

 

দক্ষিণ আফ্রিকায় দোকানে চাঁদা না পেয়ে সেলিম মাতুব্বর (৬০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। নিহত সেলিম মাতুব্বর মাদারীপুরের রাজৈর পৌরসভার মজুমদারকান্দি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে।

 

সোমবার (৭ আগস্ট) দুপুরে নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন সেলিম মাতুব্বরের ছেলে শিহাব আহমেদ। তিনি জানান, শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে এ ঘটনা ঘটে।

 

নিহতের পরিবার সূত্র বলছে, ২০/২৫ বছর আগে পরিবার পরিজনদের নিয়ে একটু ভালো থাকার আসায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সেলিম মাতুব্বর। সেখানে জোহানসবার্গে তিনি একটি মুদি দোকান করতেন। গত শুক্রবার রাতে তিনি তাঁর দোকানে অবস্থান করছিলেন। রাতেই স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এসময় সন্ত্রাসীরা দোকানে লুটপাট চালায়, কিন্তু তেমন টাকা পয়সা না থাকায় সেলিম মাতুব্বরের কাছে টাকা দাবি করেন।

 

এরপর সেলিম মাতুব্বর টাকা নাই বললে তাঁকে মারধর শুরু করে সন্ত্রাসীরা। এসময় তিনি চিৎকার করলে সন্ত্রাসীরা তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতেও ক্ষ্যান্ত হয়নি সন্ত্রাসীরা, পরে তাকে গুলি করে সেলিম মাতুব্বরের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার দুইদিন পর যখন তাঁর পরিবার সেলিম মাতুব্বরের কোন খোঁজ পাচ্ছিল না। তখন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত তাঁর স্বজনদের মাধ্যমে স্থানীয় পুলিশের সহযোগিতায় ওই দোকানে গিয়ে সেলিম মাতুব্বরের লাশ উদ্ধার করে।

 

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জামাল মাতুব্বরের বড় ভাই সেলিম মাতুব্বর। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত সেলিম মাতুব্বরের  লাশ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবার।