ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় সেক্টরভিত্তিক অংশগ্রহণের পরিকল্পনা বাংলাদেশের

Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়ায় আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলায় বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি অংশগ্রহণ করেছে বাংলাদেশ। যা দেশের জন্য অত্যন্ত গৌরবের বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার।

তিনি বলেন, হাইকমিশনের উদ্যোগে গত ৮ মাসে ৬ টি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে। তাই ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন সেক্টরভিত্তিক মেলায় অংশগ্রহণে পরিকল্পনার কথা জানান বাংলাদেশ হাইকমিশনার।

বুধবার (৫ জুলাই) মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত মেলার ২য় দিন স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান হাইকমিশনার মো, গোলাম সারোয়ার।

মালয়েশিয়ায় আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশের এগ্রোভার্স লিমিটেড এবং মুন্নু সিরামিকের ষ্টল ঘুরে দেখছেন হাইকমিশনার। এসময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।

৩ দিন ব্যাপী আন্তর্জাতিক মেলা ‘ফুড এন্ড ড্রিংকস মালয়েশিয়া বাই সিয়াল। ৪ জুলাই দেশটির আন্তর্জাতিক ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০ টায় মেলার উদ্বোধন করেন, দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা উপমন্ত্রী চ্যান ফং হিন।

বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এই মেলায় বাংলাদেশের এগ্রোভার্স লিমিটেড এবং মুন্নু সিরামিক অংশগ্রহণ করেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত।

মেলায় খাদ্যপণ্য ও পানীয়, সামুদ্রিক খাবার ও মৎস্য, হালাল খাদ্য ও পানীয়, মসলা এবং বিকল্প প্রোটিন এই সেক্টরগুলিতে বাংলাদেশসহ বিশ্বের ১৬ টি দেশের ২৫৭ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

উল্লেখ্য ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে এই মেলা আয়োজন করে থাকে সিয়াল নেটওয়ার্ক এশিয়া। আসিয়ান অঞ্চলে মালয়েশিয়াতে এই আয়োজন প্রথম। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ানভূক্ত দেশগুলিতে তাদের পণ্যের বাজার সৃষ্টির সুযোগ পাবেন। মেলার পাশাপাশি ফুড কনফারেন্স ২০২৩ ও রিজিওনাল হালাল ফোরোম শিল্প উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং তৈরীতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

মুন্নু মালয়েশিয়ার সিইও মাহবুব আলম শাহ জানান, মেলার ২য় দিনে বিভিন্ন দেশের প্রায় আড়াই’শ ব্যবসায়ী-আমদানিকারক বাংলাদেশ প্যাভিলিয়নের মুন্নু সিরামিকের স্টলে এসেছেন। বাংলাদেশি সিরামিক পণ্য দেখেছেন এবং প্রশংসা করেছেন। মেলার ২য় দিনে কয়েকটি অর্ডার পাওয়া গেছে। আগামিকাল আরও অর্ডার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সিইও মাহবুব আলম শাহ। তিনি বলেন, ক্রেতাদের আগ্রহ দেখে আগামীতে বড় পরিসরে অংশ নিবে মুন্নু সিরামিক।

মেলায় অংশ নেওয়া বাংলাদেশের এগ্রোভার্স লিমিটেড এর কর্ণধার মি: আহসান বলেন, এ ধরনের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি পণ্য সম্পর্কে উপস্থাপনা নিঃসন্দেহে খুব ভালো। বাংলাদেশ হাইকমিশন আমাদের নির্বাচিত করায় সুযোগটা আমরা পেয়েছি এবং অনেকটা সফল।

আগামী ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীরা বিনামূল্যে মেলা দেখতে পারবেন। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখার জন্য শুরু থেকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এধরণের আরও ৫টি মেলায় বাংলাদেশ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন, হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় সেক্টরভিত্তিক অংশগ্রহণের পরিকল্পনা বাংলাদেশের

আপডেট: ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়ায় আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলায় বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি অংশগ্রহণ করেছে বাংলাদেশ। যা দেশের জন্য অত্যন্ত গৌরবের বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার।

তিনি বলেন, হাইকমিশনের উদ্যোগে গত ৮ মাসে ৬ টি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে। তাই ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন সেক্টরভিত্তিক মেলায় অংশগ্রহণে পরিকল্পনার কথা জানান বাংলাদেশ হাইকমিশনার।

বুধবার (৫ জুলাই) মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত মেলার ২য় দিন স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান হাইকমিশনার মো, গোলাম সারোয়ার।

মালয়েশিয়ায় আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশের এগ্রোভার্স লিমিটেড এবং মুন্নু সিরামিকের ষ্টল ঘুরে দেখছেন হাইকমিশনার। এসময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।

৩ দিন ব্যাপী আন্তর্জাতিক মেলা ‘ফুড এন্ড ড্রিংকস মালয়েশিয়া বাই সিয়াল। ৪ জুলাই দেশটির আন্তর্জাতিক ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০ টায় মেলার উদ্বোধন করেন, দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা উপমন্ত্রী চ্যান ফং হিন।

বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এই মেলায় বাংলাদেশের এগ্রোভার্স লিমিটেড এবং মুন্নু সিরামিক অংশগ্রহণ করেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত।

মেলায় খাদ্যপণ্য ও পানীয়, সামুদ্রিক খাবার ও মৎস্য, হালাল খাদ্য ও পানীয়, মসলা এবং বিকল্প প্রোটিন এই সেক্টরগুলিতে বাংলাদেশসহ বিশ্বের ১৬ টি দেশের ২৫৭ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

উল্লেখ্য ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে এই মেলা আয়োজন করে থাকে সিয়াল নেটওয়ার্ক এশিয়া। আসিয়ান অঞ্চলে মালয়েশিয়াতে এই আয়োজন প্রথম। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ানভূক্ত দেশগুলিতে তাদের পণ্যের বাজার সৃষ্টির সুযোগ পাবেন। মেলার পাশাপাশি ফুড কনফারেন্স ২০২৩ ও রিজিওনাল হালাল ফোরোম শিল্প উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং তৈরীতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

মুন্নু মালয়েশিয়ার সিইও মাহবুব আলম শাহ জানান, মেলার ২য় দিনে বিভিন্ন দেশের প্রায় আড়াই’শ ব্যবসায়ী-আমদানিকারক বাংলাদেশ প্যাভিলিয়নের মুন্নু সিরামিকের স্টলে এসেছেন। বাংলাদেশি সিরামিক পণ্য দেখেছেন এবং প্রশংসা করেছেন। মেলার ২য় দিনে কয়েকটি অর্ডার পাওয়া গেছে। আগামিকাল আরও অর্ডার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সিইও মাহবুব আলম শাহ। তিনি বলেন, ক্রেতাদের আগ্রহ দেখে আগামীতে বড় পরিসরে অংশ নিবে মুন্নু সিরামিক।

মেলায় অংশ নেওয়া বাংলাদেশের এগ্রোভার্স লিমিটেড এর কর্ণধার মি: আহসান বলেন, এ ধরনের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি পণ্য সম্পর্কে উপস্থাপনা নিঃসন্দেহে খুব ভালো। বাংলাদেশ হাইকমিশন আমাদের নির্বাচিত করায় সুযোগটা আমরা পেয়েছি এবং অনেকটা সফল।

আগামী ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীরা বিনামূল্যে মেলা দেখতে পারবেন। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখার জন্য শুরু থেকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এধরণের আরও ৫টি মেলায় বাংলাদেশ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন, হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।