ঢাকা , শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :

সৌদিতে হজ করতে গিয়ে এ পর্যন্ত ২৬ বাংলাদেশির মৃত্যু

Print Friendly, PDF & Email

 

চলতি বছর এখন পর্যন্ত হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১ লাখ ১২ হাজার ৫৬২ জন।

আর বাংলাদেশি এই হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে দেশটিতে । এর মধ্যে ২২ জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ২২ জন, মদিনায় ৪ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মনোয়ারা বেগম (৭২)। তার পাসপোর্ট নম্বর ইপি ০০৬৮৮৩৫।

রবিবার (২৫ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, শনিবার রাত ৯টায় মক্কার বাংলাদেশ হজ অফিসে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হজ ব্যবস্থাপনার সর্বশেষ প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব জনাব মু. আ. হামিদ জমাদ্দার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক ও আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার (২৬ জুন) থেকে হজের মূল কার্যক্রম শুরু হবে। তবে, আজ (রোববার) সন্ধ্যা থেকেই মানুষ মিনার উদ্দেশে যাবেন। সেখান থেকেই হজের মূল কার্যক্রম শুরু হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

সর্বশেষ অবস্থা প্রাথমিক তথ্যমতে-
সর্বমোট হজযাত্রী ১২২,৮৩৩ জন।
সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১০,৩২১ জন।
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১১২,৫৬২(ব্যবস্থাপনা সদস্যসহ ) জন।
সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৪৫,৯১৭ টি।
সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ২৮,১১৯ টি।
এই সময় পর্যন্ত ইস্যুকৃত ভিসা ১২৩,৩৩০ টি; সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০% ; বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০% ;
সৌদি আরবে এ পর্যন্ত ২৬ জন হজযাত্রী/হাজী; পুরুষ: ২২; নারী: ৪; মক্কা: ২২; মদিনা: ৪; জেদ্দা: ০

একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম:
সরকারি হজযাত্রীর কোটা : ১০,৩৬০ জন
বেসরকারি হজযাত্রীর কোটা : ১১২,১৯৮ জন (গাইড ২,৫০৬ জন সহ )
হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি
২০২৩ সনের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন ২০২৩।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২১ মে,
সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন ছিল।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট পর্যন্ত। যদি কোনো রকম সমস্যা না হয়।

Tag :
জনপ্রিয়

মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি

সৌদিতে হজ করতে গিয়ে এ পর্যন্ত ২৬ বাংলাদেশির মৃত্যু

আপডেট: ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
Print Friendly, PDF & Email

 

চলতি বছর এখন পর্যন্ত হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১ লাখ ১২ হাজার ৫৬২ জন।

আর বাংলাদেশি এই হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে দেশটিতে । এর মধ্যে ২২ জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ২২ জন, মদিনায় ৪ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মনোয়ারা বেগম (৭২)। তার পাসপোর্ট নম্বর ইপি ০০৬৮৮৩৫।

রবিবার (২৫ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, শনিবার রাত ৯টায় মক্কার বাংলাদেশ হজ অফিসে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হজ ব্যবস্থাপনার সর্বশেষ প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব জনাব মু. আ. হামিদ জমাদ্দার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক ও আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার (২৬ জুন) থেকে হজের মূল কার্যক্রম শুরু হবে। তবে, আজ (রোববার) সন্ধ্যা থেকেই মানুষ মিনার উদ্দেশে যাবেন। সেখান থেকেই হজের মূল কার্যক্রম শুরু হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

সর্বশেষ অবস্থা প্রাথমিক তথ্যমতে-
সর্বমোট হজযাত্রী ১২২,৮৩৩ জন।
সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১০,৩২১ জন।
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১১২,৫৬২(ব্যবস্থাপনা সদস্যসহ ) জন।
সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৪৫,৯১৭ টি।
সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ২৮,১১৯ টি।
এই সময় পর্যন্ত ইস্যুকৃত ভিসা ১২৩,৩৩০ টি; সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০% ; বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০% ;
সৌদি আরবে এ পর্যন্ত ২৬ জন হজযাত্রী/হাজী; পুরুষ: ২২; নারী: ৪; মক্কা: ২২; মদিনা: ৪; জেদ্দা: ০

একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম:
সরকারি হজযাত্রীর কোটা : ১০,৩৬০ জন
বেসরকারি হজযাত্রীর কোটা : ১১২,১৯৮ জন (গাইড ২,৫০৬ জন সহ )
হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি
২০২৩ সনের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন ২০২৩।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২১ মে,
সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন ছিল।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট পর্যন্ত। যদি কোনো রকম সমস্যা না হয়।