সৌদি আরবের মিনা ও আরাফাতের ময়দানে বাংলাদেশি হাজীদের জন্য স্থাপিত ক্যাম্প (তাবু) পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে ধর্ম প্রতিমন্ত্রী হাজীদের এ সকল তাবু পরিদর্শন করেন একই সাথে হজের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন ।
ধর্ম প্রতিমন্ত্রী মক্কায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি এবং হাজীদের থাকার নির্ধারিত তাবুর সুযোগ সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এরপর সেখানে মক্কার হজ মিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং হাজীদের সকল সুবিধার সকল সুবিধা নিশ্চিত করতে তাদের নির্দেশদেন।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মিশন উপ-প্রধান মোঃ আবুল হাসান মৃধা, হজ কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরইমধ্যে মক্কায় পৌঁছেছেন প্রায় লক্ষাধিক বাংলাদেশি হজযাত্রী। এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ ২২ হাজার হজযাত্রী পবিত্র হজে অংশগ্রহণ করছেন।