ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

কাতারের পররাষ্ট্র সচিবের সাথে রাষ্ট্রদূতের বৈঠক

Print Friendly, PDF & Email

 

কাতারের পররাষ্ট্র সচিব ড. আহমাদ হাসান আল হাম্মাদি-র সাথে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বৈঠকে বাংলাদেশ ও কাতারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকার আয়োজন এবং এ বছর প্রধানমন্ত্রীর কাতারে দুটি সফল সফর আয়োজনে দূতাবাসকে সহযোগিতার জন্য পররাষ্ট্র সচিবকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত নজরুল ইসলাম । এসময় কাতারের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর একই বছর দেশটিতে পর পর দুটি সফরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী হবে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, বাংলাদেশ কাতারের আমিরের আসন্ন সফরের বিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। একই সাথে সফরটিকে তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত করার লক্ষ্যে কাতারের আমির কর্তৃক বাংলাদেশে একটি পূর্নাঙ্গ রাষ্ট্রীয় সফরের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে কাতারের পররাষ্ট্র সচিব আহমাদ হাসান আল হাম্মাদি বলেন, আমিরি দেওয়ান এর সাথে সমন্বয় পূর্বক মহামান্য আমিরের সফরের সম্ভাব্য তারিখ শীঘ্রই জানানো হবে। এছাড়াও আমিরের বাংলাদেশ সফরকালীন সময়ে দুই দেশের মধ্যে প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়।

কাতারে প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনাকালে রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশ হতে আরো বেশী দক্ষ ও আধাদক্ষ জনবল নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। এ প্রেক্ষিতে রাষ্ট্রদূত সম্প্রতি কাতারের শ্রম মন্ত্রীর সাথে তার ফলপ্রসূ আলোচনার বিষয়টি উল্লেখ করেন। অতঃপর তিনি বাংলাদেশ হতে কাতারে আরো বেশী দক্ষ ও আধাদক্ষ জনবল নিয়োগের বিষয়ে কাতারের পররাষ্ট্র সচিবের সহযোগিতা কামনা করেন।

সেইসাথে দেশটির আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয়টি উল্লেখ করে কাতারের পররাষ্ট্র সচিব বলেন, কাতার বাংলাদেশ হতে আরো বেশী দক্ষ ও আধাদক্ষ জনবল নিয়োগের বিষয়টি বিবেচনা করবে। পররাষ্ট্র সচিব অদূর ভবিষ্যতে বাংলাদেশে তাঁর সফরের বিষয়েও রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিভাগের পরিচালক এম্বাসেডর ইউসুফ বিন সুলতান ইউসুফ লারাম ও দূতাবাসের উপ-প্রধান মোঃ ওয়ালিউর রহমান উক্ত।

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

কাতারের পররাষ্ট্র সচিবের সাথে রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট: ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
Print Friendly, PDF & Email

 

কাতারের পররাষ্ট্র সচিব ড. আহমাদ হাসান আল হাম্মাদি-র সাথে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বৈঠকে বাংলাদেশ ও কাতারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকার আয়োজন এবং এ বছর প্রধানমন্ত্রীর কাতারে দুটি সফল সফর আয়োজনে দূতাবাসকে সহযোগিতার জন্য পররাষ্ট্র সচিবকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত নজরুল ইসলাম । এসময় কাতারের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর একই বছর দেশটিতে পর পর দুটি সফরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী হবে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, বাংলাদেশ কাতারের আমিরের আসন্ন সফরের বিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। একই সাথে সফরটিকে তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত করার লক্ষ্যে কাতারের আমির কর্তৃক বাংলাদেশে একটি পূর্নাঙ্গ রাষ্ট্রীয় সফরের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে কাতারের পররাষ্ট্র সচিব আহমাদ হাসান আল হাম্মাদি বলেন, আমিরি দেওয়ান এর সাথে সমন্বয় পূর্বক মহামান্য আমিরের সফরের সম্ভাব্য তারিখ শীঘ্রই জানানো হবে। এছাড়াও আমিরের বাংলাদেশ সফরকালীন সময়ে দুই দেশের মধ্যে প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়।

কাতারে প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনাকালে রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশ হতে আরো বেশী দক্ষ ও আধাদক্ষ জনবল নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। এ প্রেক্ষিতে রাষ্ট্রদূত সম্প্রতি কাতারের শ্রম মন্ত্রীর সাথে তার ফলপ্রসূ আলোচনার বিষয়টি উল্লেখ করেন। অতঃপর তিনি বাংলাদেশ হতে কাতারে আরো বেশী দক্ষ ও আধাদক্ষ জনবল নিয়োগের বিষয়ে কাতারের পররাষ্ট্র সচিবের সহযোগিতা কামনা করেন।

সেইসাথে দেশটির আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয়টি উল্লেখ করে কাতারের পররাষ্ট্র সচিব বলেন, কাতার বাংলাদেশ হতে আরো বেশী দক্ষ ও আধাদক্ষ জনবল নিয়োগের বিষয়টি বিবেচনা করবে। পররাষ্ট্র সচিব অদূর ভবিষ্যতে বাংলাদেশে তাঁর সফরের বিষয়েও রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিভাগের পরিচালক এম্বাসেডর ইউসুফ বিন সুলতান ইউসুফ লারাম ও দূতাবাসের উপ-প্রধান মোঃ ওয়ালিউর রহমান উক্ত।