ঢাকা , রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

বিদেশে অদক্ষ কর্মীর চাহিদা নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

Print Friendly, PDF & Email

 

বর্তমানে বিদেশে অদক্ষ শ্রমিকের কোনো বাজার নেই। তবে দক্ষ জনশক্তির চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

রবিবার (১১ জুন) নওগাঁর রাণীনগর উপজেলায় নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ইমরান আহমদ বলেন, “বিদেশে দক্ষ জনবল পাঠানোর লক্ষ্যে সরকার সারা দেশের প্রতিটি উপজেলাতে একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে। যাতে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তি খুব সহজেই বাড়ির কাছে কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হিসেবে বিদেশ গমন করতে পারেন।”

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে সারাদেশে টিটিসি স্থাপনের উদ্যোগ নিয়েছেন। সরকার দক্ষ কৃষকদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও নিয়েছে, তবে কৃষকদের অবশ্যই তাদের দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে।”

এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে এবং জনগণের দক্ষতা বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান ইমরান আহমদ।

মন্ত্রী বলেন, “প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে প্রশিক্ষিত কর্মীদের প্রশিক্ষণের পরপরই বিদেশে পাঠানো যায়। তিনি আরও বলেন, ৩৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাণীনগরের টিটিসিতে ৬টি ট্রেডে ৬ মাসব্যাপী প্রশিক্ষণ নিতে পারবেন ৮৮০ জন।”

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, ৪০ টিটিসি ও একটি আইএমটি স্থাপন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সাইফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, নওগাঁর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনসহ খাত সংশ্লিষ্ট আরো অনেকে।

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

বিদেশে অদক্ষ কর্মীর চাহিদা নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট: ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
Print Friendly, PDF & Email

 

বর্তমানে বিদেশে অদক্ষ শ্রমিকের কোনো বাজার নেই। তবে দক্ষ জনশক্তির চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

রবিবার (১১ জুন) নওগাঁর রাণীনগর উপজেলায় নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ইমরান আহমদ বলেন, “বিদেশে দক্ষ জনবল পাঠানোর লক্ষ্যে সরকার সারা দেশের প্রতিটি উপজেলাতে একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে। যাতে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তি খুব সহজেই বাড়ির কাছে কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হিসেবে বিদেশ গমন করতে পারেন।”

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে সারাদেশে টিটিসি স্থাপনের উদ্যোগ নিয়েছেন। সরকার দক্ষ কৃষকদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও নিয়েছে, তবে কৃষকদের অবশ্যই তাদের দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে।”

এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে এবং জনগণের দক্ষতা বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান ইমরান আহমদ।

মন্ত্রী বলেন, “প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে প্রশিক্ষিত কর্মীদের প্রশিক্ষণের পরপরই বিদেশে পাঠানো যায়। তিনি আরও বলেন, ৩৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাণীনগরের টিটিসিতে ৬টি ট্রেডে ৬ মাসব্যাপী প্রশিক্ষণ নিতে পারবেন ৮৮০ জন।”

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, ৪০ টিটিসি ও একটি আইএমটি স্থাপন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সাইফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, নওগাঁর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনসহ খাত সংশ্লিষ্ট আরো অনেকে।