সৌদি আরব পাঠিয়ে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে বিজিএল ওভারসিজ লিমিটেড রিক্রুটিং এজেন্সিকে শাস্তির আওতায় আনছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই পদক্ষেপের জেরে সৌদি আরবে অবস্থানরত ভুক্তভোগি ও অভিযোগকারি কর্মীদের আবারো মারধর করা হয়েছে সৌদি আরবের রিয়াদ অঞ্চলের একটি ভিলাতে কর্মীদের মারধর করে রিক্রুটিং এজেন্সির সৌদি আরব অংশের প্রতিনিধিরা
শনিবার (১০ জুন ) সকালে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেছেন কর্মীরা টেলিফোনে এক কর্মী জানান, সৌদি আবরের ঐ ভিলাতে কয়েকজন লোক গিয়ে মোঃ খালেক মিয়াকে ( মন্ত্রণালয়ে লিখিত অভিযোগকারী) খোঁজ করতে থাকেন খালেককে সেখানে না পেয়ে অন্য কর্মীদের সাথে বাকবিতন্ডার জড়িয়ে পড়েন তারা পরে বাংলাদেশি কয়েকজন কর্মীকে মারধর করে রক্তাক্ত করা হয় ভুক্তভোগি মোঃ খালেক মিয়াসহ আরো কয়েকজন কর্মী আত্মরক্ষায় আগেই ভিলা থেকে নিরাপদ স্থানে অবস্থান নেন
কর্মীদের সাথে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে বিজিএল ওভারসিজ লিমিটেড নামের রিক্রুটিং এজেন্সিসহ আরো কয়েকটি রিক্রুটিং এজেন্সিকে শাস্তির আওতায় এনেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এরই মধ্যে এজেন্সিগুলোর লাইসেন্সের অনলাইন সার্ভার স্থগিত করা হয়েছে একইসাথে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে
এর আগে বৃহস্পতিবার (৮ জুন) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রবাস বার্তাকে জানিয়েছেন, “বিজিএল ওভারসীজ লিমিটেড (আর. এল. নম্বর ২০১৭) রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের কার্যক্রম স্থগিত করেছে মন্ত্রনালয়। এই এজেন্সি’সহ আরো তিনটি এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এজন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”
প্রবাসী কল্যাণমন্ত্রী আরো বলেন, কর্মীর অভিযোগের বিষয়টি ক্ষতিয়ে দেখছে মন্ত্রণালয়। শিগগিরই তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, অভিযোগের ধরণ বুঝে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলও হতে পারে মন্ত্রী ইমরান আহমাদ বলেন, প্রবাসী কর্মীদের যেকোনো সমস্যা গুরুত্ব দিয়ে দেখেন তারা
এদিকে গেলো ২৪ মে (বুধবার) বিজিএল ওভারসিস লিমিটেড রিক্রুটিং এজেন্সির নামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন সৌদি আরব প্রবাসী মোঃ খালেক মিয়ার ছোট ভাই মোঃ হাফিজুর রহমান। এবিষয়ে প্রবাস বার্তায় সংবাদ প্রচার ও প্রকাশ করা হয়। প্রবাস বার্তার ডিজিটাল মাধ্যমে প্রতিবেদনটির কমেন্ট বক্সে (মন্তব্যের ঘর) আরো অনেকেই এজেন্সিটির নামে বিভিন্ন অভিযোগ করেন। তারা জানান, কাজ ও আকামা না দিয়ে কর্মীদের গাদাগাদি করে ভিলাতে (গোডাউনের মতো বাসা) আটকে রাখা হয়েছে। অনেককে সরাসরি কোম্পানীর কথা বলে সাপ্লাই কোম্পানীতে কাজ করতে চাপ দেয়া হচ্ছে। এমন শতাধিক কর্মী প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগিরা।