করোনা মহামারীর সময়ে সৌদি আরবগামী সকল প্রবাসী কর্মীকে হোটেল কোয়ারেন্টাইন বাবদ ২৫ হাজার টাকা সরকারি ভর্তুকি কার্যক্রম এখনও অব্যাহত আছে। চলতি জুন মাসের ২৭ তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
সোমবার (৫ জুন) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞতিতে এই তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞতিতে জানানো হয়, কোভিড-১৯ মহামারীকালীন বিএমইটির স্মার্ট কার্ডধারী কিংবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে নিবন্ধিত সৌদি আরবগামী প্রত্যেক কর্মীকে হোটেল কোয়ারেন্টাইন ভর্তুকি বাবদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকার চেক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এখনো যারা উক্ত চেক গ্রহণ করেননি তাঁদেরকে চলতি বছরের ২৭ জুনের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড অফিসে যোগাযোগ করেত অনুরোধ জানানো হয়েছে।
চেক গ্রহণের জন্য প্রবাসী কর্মীর পরিবারের পিতা/মাতা/স্ত্রী/পুত্র/কন্যা/ভাই/বোন কে নিজের NID ও ব্যাংক হিসাবের চেকের পাতার ফটোকপি সঙ্গে নিয়ে নিয়ে যেতে বলা হয়েছে বিজ্ঞতিতে।
বিস্তারিত জনাতে যোগাযোগ করুন-
ঠিকানাঃ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ভবন (লেভেল-১২), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১২১৭।
যোগাযোগ নাম্বারঃ প্রবাস বন্ধু কল সেন্টার- ১৬১৩৫ (টোল ফ্রি), +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে)।