পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মালদ্বীপ থেকে অনেক প্রবাসী ছুটিতে বাংলাদেশে যেতে ইচ্ছুক। কিন্ত চাহিদা বেশী হওয়ায় এয়ারলাইন্সের টিকেট স্বল্পতা ও উচ্চমূল্যের কারনে অনেক প্রবাসী টিকেট ক্রয় করতে পারছেনা। এতেকরে ঈদে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পরেছেন দেশটিতে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা।
বুধবার (৩১ মে) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তবে এই সংকট নিরসনের লক্ষ্যে এরইমধ্যে বাংলাদেশ মিশনের সাথে ইউএস বাংলা ও মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। মিশনের কাউন্সেলর (শ্রম) মোঃ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান এই আলোছনায় অংশ নেন।
আলোচনায় ইউএস বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম জানান, ঈদের আগ পর্যন্ত তাদের সকল সাধারণ টিকেট বিক্রি হয়ে গেছে। বর্তমানে কিছু বিজনেস ক্লাস ও এমারজেন্সী ইকনোমি ক্লাসের টিকেট রয়েছে যার মূল্য বেশী। এসময় মিশনের পক্ষ হতে ভবিষ্যতে ঈদের সময় অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুরোধ জানানো হয়।
এছাড়াও মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের ডিএমডি আয়শাত জেনিফার জানান, ঈদের আগের ঢাকা রুটের টিকেট সব বিক্রি হয়ে গিয়েছে। ঈদ উপলক্ষে মালে-ঢাকা-মালে রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য আলোচনায় মিশনের পক্ষ হতে অনুরোধ জানানো হলে অতিরিক্ত কিছু ফ্লাইট পরিচালনার বিষয়ে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের এই কর্মকর্তা ।
ফলে বাংলাদেশ হাইকমিশন আশা করছে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা হলে বেশ কিছু প্রবাসী পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশে যেতে পারবেন।