সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে ভিডিও বানিয়ে ধোঁকা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। এবিষয়ে দেশটিতে অবস্থিত প্রবাসীদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
বুধবার (৩১ মে) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই সতর্কতা জানানো হয়েছে।
ওই পোস্টে জানায় হয়, এটি ( https://www.facebook.com/profile.php?id=100067762787807 ) একমাত্র দূতাবাসের অফিশিয়াল পেজ। দূতাবাসের আর কোন অফিশিয়াল ফেসবুক পেজ নেই। তাই দূতাবাসের নির্ধারিত সেবা বা দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র (EDC) এর নির্দিষ্ট সেবা ছাড়া অন্য কোনো বিষয়ে কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানায় হয় ওই পোস্টে।
ভুয়া ফেসবুক পেজের লিঙ্কঃ
https://www.facebook.com/profile.php?id=100093071829807
ভুয়া এই ফেসবুক পেজের মাধ্যমে সকল প্রতারণা থেকে প্রবাসী ও তাদের পরিচিতদের সাবধান থাকার জন্য সতর্ক করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।