প্রবাসী কর্মীদের সাময়িক অবস্থানের জন্য ঢাকা বিমানবন্দর সংলগ্ন ১৪০ কাঠা জমির ওপর নির্মিত বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল।
মঙ্গলবার (৩০ মে) সকালে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলে সেক ও তার দল প্রবাসী কর্মীদের এই ডর্মিটরি পরিদর্শনে গেলে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন।
এসময় ডর্মিটরিতে প্রবাসীদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখা হয়েছে তা বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের নিকট তুলে ধরেন প্রবাসী কল্যাণ সচিব।
পরিদর্শন শেষে প্রবাসী কর্মীদের জন্য বাংলাদেশ সরকারের নেয়া এই উদ্যগের প্রশংসা করেন বিশ্ব ব্যাংক প্রতিনিধিরা। একইসাথে সরকারের প্রবাসী কর্মী বান্ধব সকল কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।
সেখানে আরো উপস্থিত ছিলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, সাবেক পরিচালক (যুগ্মসচিব) মুশাররাত জেবিন, উপ-পরিচালক (গবেষণা,পরিকল্পনা ও প্রশিক্ষণ) মো: জাহিদ আনোয়ার, সহকারী পরিচালক মোঃ নাজমুল হক’সহ কল্যাণ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা।