মালয়েশিয়ায় নিয়োগদাতা কোম্পানির পক্ষ থেকে দেশটিতে যাওয়া কর্মীদের রিসিভ না করায় দেশে ফেরত আসতে হয়েছে কিছু কর্মীকে। আর এই বিষয়ে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অ্যাকশন নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে একথা জানান মন্ত্রী ইমরান আহমদ।
মালয়েশিয়ায় গিয়ে কাজ না পাওয়া কর্মীদের বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নতুনভাবে কোন আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হলে মন্ত্রী ইমরান আহমেদ বলেন, “বাংলাদেশ হাইকমিশনে নোট ভারবাল দেওয়া হয়েছে। এরই মধ্যে হাইকমিশন থেকে অনেক অ্যাকশন নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে যে সকল কর্মী কাজ না পেয়ে ফিরে এসেছেন তাদের সকলকে আবার দেশটিতে পাঠানো হয়েছে।” বাকিদেরও দেশটিতে পাঠাতে হাইকমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো: হামিদুর রহমান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার’সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।