কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ব্যবহারকারীর সৃষ্ট জটিলতার কারণে জন্ম নিবন্ধন সনদ আবেদনের মুদ্রণ প্রক্রিয়া আটকে রয়েছে। এই সমস্যার ফলে মালয়েশিয়ায় জন্মগ্রহণকারী নবজাতক শিশুদের অভিভাবকেরা বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে তাদের বিআরসি অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যেখানে বলা হয়েছে, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ব্যবহারকারীর সৃষ্ট জটিলতার কারণে ইতোমধ্যে করা অনলাইন আবেদনগুলোর মুদ্রণ প্রক্রিয়া বন্ধ রয়েছে। তাই, বাংলাদেশ হাইকমিশনের পরিবর্তে, বাংলাদেশের নিজস্ব অফিস থেকে বিআরসি পত্র ইস্যু এবং প্রিন্ট করার ব্যবস্থার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে, পাসপোর্ট এবং ভিসা ইস্যু করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছেও সমস্যা সমাধানের কথা বলেছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।
এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সহায়তায় নবজাতক শিশুদের পিতামাতারা এবং আবেদনকারীদের সমস্যার সমাধানের জন্য উপযুক্ত নির্দেশাবলী প্রদান করার কথাও বলা হয়।