প্রবাস বন্ধু কল সেন্টারের হটলাইন নাম্বারে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় বিকল্প নম্বর চালু করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
বৃহস্পতিবার (১৮ মে) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রবাসবন্ধু কল সেন্টারের হটলাইন ১৬১৩৫, ০৯৬১০১০২০৩০ ও ০৮০০০১০২০৩০ নাম্বারে তথ্য সেবা কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। তবে সমস্যাটি দ্রুত সমাধানের লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের টেকনিক্যাল টীম কাজ করে যাচ্ছে বলে জানানো হয় বিজ্ঞতিতে।
এদিকে পূর্বের হটলাইন নাম্বারসমূহ সচল না হওয়া পর্যন্ত জরুরী প্রয়োজনে প্রবাসবন্ধু কল সেন্টারের বিকল্প নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃপক্ষ।
বিকল্প হটলাইন নাম্বার: ০১৭৯৪৩৩৩৩৩৩ ও ০১৭৮৪৩৩৩৩৩৩