প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি বিশাল জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সম্প্রতি বিএমইটি’র ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞতিতে দেখা যায় কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী’সহ মোট সাতটি পদে ৩০৪ জন লোক নিয়োগ দিবে বিএমইটি।
অনলাইনের মাধ্যমে ১১ মে সকাল ১০টা থেকে ৩১ মে বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ৮৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে ।
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/- টাকা।
পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারে।
পদ সংখ্যা: ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/- টাকা।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ২৩টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ।
অন্যান্য যোগ্যতা: সাঁটলিপি নোট প্রতিলিপিকরণে (Transcribe) প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/- টাকা।
পদের নাম: ইউডিএ বা উচ্চমান সহকারী।
পদ সংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০/- টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ৫৮টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা।
পদের নাম: ডাটা এন্ট্রি বা কন্ট্রোল।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ১২৪টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাশ।
অন্যান্য যোগ্যতা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে রাজবাড়ী, টাঙ্গাইল, জামালপুর, বান্দরবান, খাগড়াছড়ি, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, পঞ্চগড়, ঝিনাইদহ, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বেতন স্কেল: ৮২৫০- ২০০১০/- টাকা।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন:
বর্তমানে ০৪ টি বিভাগীয় অফিস ও দেশের বিভিন্ন জেলাতে ২৪টি অফিসের মাধ্যমে বিএমইটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠা হওয়া জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে দেশের সকল বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।