মালদ্বীপে ভ্রমন ভিসায় গিয়ে কোনো কাজে নিযুক্ত হওয়ার প্রচেষ্টা করলে বা দেশটির আইন লঙ্ঘন করলে বড় অঙ্কের জরিমানা ও জেল হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বৃহস্পতিবার (১১ মে) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্তা দেয়া হয়েছে।
ঐ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মালদ্বীপে বাংলাদেশ থেকে কিছু লোক ভ্রমন ভিসায় গিয়ে নিখোজ হচ্ছেন বা কোনো কাজে নিযুক্ত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে যা সম্পূর্ণ বেআইনী। কেননা মালদ্বীপে ভ্রমন ভিসায় এসে কাজ করার কোন সুযোগ নেই। এসকল কাজে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এমন আগমনকারী ও আইন অমান্যকারীর বড় অঙ্কের জরিমানা ও জেল হতে পারে বলে জানানো হয় ঐ বিজ্ঞপ্তিতে।
এছাড়াও দলগতভাবে মালদ্বীপ ভ্রমনের ক্ষেত্রে কেউ নিখোঁজ হলে বা কাজে যোগদানের চেষ্টা করলে বাকি সদস্য মালদ্বীপ ছাড়ার ক্ষেত্রে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এবিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানায় বাংলাদেশ হাইকমিশন।