অস্ট্রেলিয়ার ডারউইন শহরে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হয়ে মোঃ ইসফাকুর রহমান সিফাত (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (৪মে) বিকেলে অস্ট্রেলিয়ান পুলিশ জানায়, গেল বুধবার ডারউইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসফাকুর রহমান এবং এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৯ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ডারউইনে বাংলাদেশি ছাত্রকে তার নিজ বাসার বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পান বন্ধুরা। এসময় একজন অনুপ্রবেশকারী অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঐ শিক্ষার্থীকে ডারউইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল থেকে মাথায় আঘাত নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর সেখানেই তার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থী চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর স্কট বোম্যান। সেই সাথে এই শিক্ষার্থীর পরিবারকে আন্তঃরাজ্য ও বিদেশ থেকে আনার জন্য সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি।
অস্ট্রেলিয়ান পুলিশ বলছে, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সন্দেহজনক সবকিছু ক্ষতিয়ে দেখা হবে এবং কারো চোখে অস্বাভাবিক কিছু ধরা পড়লে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
মোঃ ইসফাকুর রহমান সিফাত অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে (CDU) ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রির জন্য কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় গিয়েছেন বলে জানা গেছে।