ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

জেদ্দা যাওয়ার অপেক্ষায় পোর্ট সুদানে ৬৫০ বাংলাদেশি

Print Friendly, PDF & Email

 

সুদানে আটকে পড়া প্রায় ৬৫০ বাংলাদেশি দেশটির রাজধানী খার্তুম থেকে নিরাপদে পোর্ট সুদানে পৌঁছেছেন। সেখান থেকে জাহাজে সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর অপেক্ষায় আছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সৌদি আরবের জাহাজে জায়গা থাকায় ৪মে বৃহস্পতিবার পোর্ট সুদান থেকে জেদ্দা বন্দরের উদ্দেশে রওনা হবেন তারা। সেইসাথে তাঁদের জেদ্দায় রাখার সব প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গেল মঙ্গলবার সকালে খার্তুম থেকে ১৩টি বাসে পোর্ট সুদানের উদ্দেশে রওনা দেয় ৬৫০ বাংলাদেশি। আটশ কিলোমিটার দূরত্বের এই যাত্রা শেষে বুধবার ভোরে পোর্ট সুদানে পৌঁছান তারা।

মন্ত্রণালয় সূত্র জানায়, সুদান প্রবাসীরা যেদিন জেদ্দা পৌঁছাবেন, সেদিন থেকেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

গত ১৫ এপ্রিল থেকে সুদানের সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে বড় ধরনের সংঘাত চলছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ আকার ধারণ করা এই সংঘর্ষে এখন পর্যন্ত ৫ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী, মিসরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন বলে জানা গেছে।

সুদানে প্রায় দেড় হাজার প্রবাসী বাংলাদেশির মধ্যে ৭০০ জন দেশে ফেরার জন্য এরইমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। দেশটির পরিস্থিতি অনিরাপদ হওয়ায় বাকিদেরও দেশে ফিরে আসতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদান বন্দরে নেওয়া হয়েছে বাংলাদেশিদের। সেখানে সাময়িকভাবে থাকার পর জেদ্দাগামী জাহাজে উঠবেন তাঁরা। ছবি: বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

জেদ্দা যাওয়ার অপেক্ষায় পোর্ট সুদানে ৬৫০ বাংলাদেশি

আপডেট: ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
Print Friendly, PDF & Email

 

সুদানে আটকে পড়া প্রায় ৬৫০ বাংলাদেশি দেশটির রাজধানী খার্তুম থেকে নিরাপদে পোর্ট সুদানে পৌঁছেছেন। সেখান থেকে জাহাজে সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর অপেক্ষায় আছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সৌদি আরবের জাহাজে জায়গা থাকায় ৪মে বৃহস্পতিবার পোর্ট সুদান থেকে জেদ্দা বন্দরের উদ্দেশে রওনা হবেন তারা। সেইসাথে তাঁদের জেদ্দায় রাখার সব প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গেল মঙ্গলবার সকালে খার্তুম থেকে ১৩টি বাসে পোর্ট সুদানের উদ্দেশে রওনা দেয় ৬৫০ বাংলাদেশি। আটশ কিলোমিটার দূরত্বের এই যাত্রা শেষে বুধবার ভোরে পোর্ট সুদানে পৌঁছান তারা।

মন্ত্রণালয় সূত্র জানায়, সুদান প্রবাসীরা যেদিন জেদ্দা পৌঁছাবেন, সেদিন থেকেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

গত ১৫ এপ্রিল থেকে সুদানের সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে বড় ধরনের সংঘাত চলছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ আকার ধারণ করা এই সংঘর্ষে এখন পর্যন্ত ৫ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী, মিসরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন বলে জানা গেছে।

সুদানে প্রায় দেড় হাজার প্রবাসী বাংলাদেশির মধ্যে ৭০০ জন দেশে ফেরার জন্য এরইমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। দেশটির পরিস্থিতি অনিরাপদ হওয়ায় বাকিদেরও দেশে ফিরে আসতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদান বন্দরে নেওয়া হয়েছে বাংলাদেশিদের। সেখানে সাময়িকভাবে থাকার পর জেদ্দাগামী জাহাজে উঠবেন তাঁরা। ছবি: বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে