বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কাতারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে সংবর্ধনার আয়োজন করে দোহার বাংলাদেশ দূতাবাস।
রাজধানী দোহার একটি পাঁচতারকা হোটেলে এই সংবর্ধনার আয়োজন করে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেখ ডঃ ফালেহ বিন নাসের বিন আহমেদ বিন আলী আল থানি। এছাড়াও অনুষ্ঠানে স্বাগতিক দেশের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, কূটনীতিক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, কাতার প্রবাসী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরাসহ প্রায় চার শতাধিক অতিথী উপস্থিত ছিলেন। গেল রবিবার (৩০ এপ্রিল) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে দেশের গৌরবময় ইতিহাস, মহান স্বাধীনতা, উন্নয়ন, সমৃদ্ধির কথা তুলে ধরেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ জাতীয় নেতা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে সমর্থন দানকারী দেশ ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।
একইসাথে বাংলাদেশকে “উন্নয়ন বিস্ময়’ উল্লেখ করে তিনি দেশের আর্থ-সামাজিক অগ্রগতি, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট উন্নত দেশে পরিণত করার সরকারের ভিশন তুলে ধরেন।
রাষ্ট্রদূত নজরুল ইসলাম কাতারের আমিরের নেতৃত্বে উন্নয়ন, কূটনীতি, ক্রীড়া, আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে কাতারের অনুকরণীয় সাফল্য তুলে ধরেন। তিনি কাতারে প্রবাসী বাংলাদেশিদের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির আমির ও কাতার সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের গৌরবময় ইতিহাস, মহান স্বাধীনতা, উন্নয়ন, সমৃদ্ধ ঐতিহ্য, দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য, শিল্প ও সংস্কৃতি উপস্থাপন করে নৃত্য ও গান পরিবেশন করেন দোহা ভিত্তিক বাংলাদেশি শিক্ষার্থী ও গায়কেরা। পরে ঐতিহ্যবাহী বাংলাদেশিসহ বিভিন্ন ধরনের খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।