বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সমাপ্ত হল বাংলাদেশ দূতাবাস লিবিয়া কর্তৃক আয়োজিত ‘প্রবাসী টি২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’।
শনিবার (২৯ এপ্রিল) লিবিয়ার ত্রিপলী স্পোর্টস সিটি’তে অনুষ্ঠিত টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জনাব গাজী মোঃ আসাদুজ্জামান কবির। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ত্রিপলির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ফরিদপুর একাদশকে ৯৪ রানের ব্যাবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ কমিউনিটি ক্লাব।
ম্যাচ শেষে চার্জ দ্যা অ্যাফেয়ার্স ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, সর্বাধিক রান ও উইকেট সংগ্রহকারী খেলোয়ারদেরকে পুরুস্কারে ভূষিত করেন এবং রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের সকল সদস্যদের হাতে মেডেল এবং ক্যাপ্টেনদের হাতে শিরোপা তুলে দেন গাজী মোঃ আসাদুজ্জামান কবির।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা সহ লিবিয়া, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের দর্শক-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করে এবং লিবিয়া সহ উপস্থিত বিদেশি সমর্থকদের মাঝে ক্রিকেটের ব্যাপক উৎসাহ তৈরি করে।