সুদানে চলমান যুদ্ধ ও সংঘাতের মধ্যে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন জানান, প্রথমে খার্তুম থেকে বাংলাদেশি নাগরিকদের পোর্ট সুদানে নেয়া হবে। সেখান থেকে তাদের নেয়া হবে জেদ্দায়। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কয়েকটি ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হবে।
সুদানে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে রাজধানী খার্তুম ও পার্শ্ববর্তী শহরগুলো থেকে বাংলাদেশি নাগরিকদের পোর্ট সুদানে নিয়ে যাওয়ার জন্য ৯টি বাসের ব্যবস্থা করেছে। জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের একটি দল তাদের সহায়তার জন্য সেখানে পৌঁছাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুদানে আটকে পড়া সব বাংলাদেশিকে আগামী ২ মের মধ্যে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে। এরপর ৩ থেকে ৪ মে জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশি নাগরিকদের।
সুদান থেকে আনা বাংলাদেশি নাগরিকদের জন্য খাবার, পানীয়, ওষুধ ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে জেদ্দার বাংলাদেশি দুটি স্কুল।
ক্ষমতার দ্বন্দ্বে সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে গত ১৫ এপ্রিল লড়াই শুরু হয়। দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালো দুই পক্ষের নেতৃত্বে রয়েছেন।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই লড়াইয়ে এখন পর্যন্ত কমপক্ষে ৫১২ জন নিহত ও ৪ হাজার ১৯৩ জন আহত হয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটিতে চলমান যুদ্ধ ও সংঘাতের মধ্যে ইতিমধ্যে নানা দেশ তাদের নাগরিদকের সরিয়ে নিচ্ছে। সে ধারাবাহিকতায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদেরও ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।