ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

বাংলাদেশিদের ফেরাতে সুদানে হটলাইন চালু

Print Friendly, PDF & Email

 

সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে হটলাইন চালু করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ফিরতে আগ্রহীরা এই হটলাইনে যোগাযোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে সুদানে বাংলাদেশ দুতাবাসের হটলাইন নম্বর চালুর কথা জানানো হয়।

বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দুতাবাসের হটলাইন নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য ফেইসবুকে ওই পোস্টের মাধ্যমে অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় ।

১. একরামুল হক, (৩য় সচিব, বাংলাদেশ দূতাবাস, সুদান) যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার + ২৩৪ ৯০৯ ৭৫৫ ১৭৯০

২. জাহাঙ্গীর আলম, অ্যাডমিনেস্ট্রেটিভ অফিসার, যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৩৭১২৫৩৪৯

এরই মধ্যে, সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) লড়াইয়ের শুরুতেই ১৫ এপ্রিল রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের বাসায় আঘাত হানে মেশিনগানের গুলি। এর এক সপ্তাহ পর, ২২ এপ্রিল বিবদমান দুই পক্ষের লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে। তবে গোলাগুলির এই দুই ঘটনায় বাংলাদেশ দূতাবাসের কেউ হতাহত হননি বলে জানায় বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রনালয়।

(বাঁ থেকে) বাংলাদেশি দূতাবাসের দেয়ালে মেশিনগানের গুলিতে সৃষ্ট গর্ত, দূতাবাসের একটি কক্ষের অবস্থা এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসার জানালায় মেশিনগানের গুলির আঘাত। ছবি: সংগৃহীত

এদিকে, মঙ্গলবার (২৫ এপ্রিল) সুদানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গত ১৫ এপ্রিল দেশটির সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়লে এখন পর্যন্ত সেখানে অন্তত সাড়ে চার শতাধিক লোক নিহত হওয়ার খবর এসেছে সংবাদ মাধ্যমে। তীব্র সংঘর্ষের মাঝে দেশটির জনগণের মতো সেখানে বসবাসরত অন্য দেশের নাগরিকরাও আটকা পড়েছে। পশ্চিমা দেশগুলো গত কয়েকদিন থেকেই তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু করে।

এর মধ্যে ২৫ এপ্রিল ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির আগেই রাজধানী খার্তুম ও আশপাশের আবাসিক এলাকাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। হাসপাতাল ও অন্যান্য পরিষেবাগুলো বন্ধ হয়ে যায়। নাগরিকদের ফিরিয়ে আনতে অনেক দেশের দৌড়ঝাঁপের মধ্যে সোমবার লড়াইরত পক্ষগুলো ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়।

এ অস্ত্রবিরতি মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়ে তিন দিন পর আজ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হওয়ার কথা রয়েছে। সপ্তাহ খানেকের লড়াইয়ে বহু হতাহতের মধ্যে পালিয়ে গেছেন হাজার হাজার মানুষ। খাবার ও পানি ছাড়াই লোকজনকে বাড়ি ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে। আর ধীরে ধীরে দুর্মল্য হয়ে উঠছে সেখানকার দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশিদের ফেরাতে সুদানে হটলাইন চালু

আপডেট: ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
Print Friendly, PDF & Email

 

সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে হটলাইন চালু করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ফিরতে আগ্রহীরা এই হটলাইনে যোগাযোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে সুদানে বাংলাদেশ দুতাবাসের হটলাইন নম্বর চালুর কথা জানানো হয়।

বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দুতাবাসের হটলাইন নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য ফেইসবুকে ওই পোস্টের মাধ্যমে অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় ।

১. একরামুল হক, (৩য় সচিব, বাংলাদেশ দূতাবাস, সুদান) যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার + ২৩৪ ৯০৯ ৭৫৫ ১৭৯০

২. জাহাঙ্গীর আলম, অ্যাডমিনেস্ট্রেটিভ অফিসার, যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৩৭১২৫৩৪৯

এরই মধ্যে, সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) লড়াইয়ের শুরুতেই ১৫ এপ্রিল রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের বাসায় আঘাত হানে মেশিনগানের গুলি। এর এক সপ্তাহ পর, ২২ এপ্রিল বিবদমান দুই পক্ষের লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে। তবে গোলাগুলির এই দুই ঘটনায় বাংলাদেশ দূতাবাসের কেউ হতাহত হননি বলে জানায় বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রনালয়।

(বাঁ থেকে) বাংলাদেশি দূতাবাসের দেয়ালে মেশিনগানের গুলিতে সৃষ্ট গর্ত, দূতাবাসের একটি কক্ষের অবস্থা এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসার জানালায় মেশিনগানের গুলির আঘাত। ছবি: সংগৃহীত

এদিকে, মঙ্গলবার (২৫ এপ্রিল) সুদানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গত ১৫ এপ্রিল দেশটির সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়লে এখন পর্যন্ত সেখানে অন্তত সাড়ে চার শতাধিক লোক নিহত হওয়ার খবর এসেছে সংবাদ মাধ্যমে। তীব্র সংঘর্ষের মাঝে দেশটির জনগণের মতো সেখানে বসবাসরত অন্য দেশের নাগরিকরাও আটকা পড়েছে। পশ্চিমা দেশগুলো গত কয়েকদিন থেকেই তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু করে।

এর মধ্যে ২৫ এপ্রিল ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির আগেই রাজধানী খার্তুম ও আশপাশের আবাসিক এলাকাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। হাসপাতাল ও অন্যান্য পরিষেবাগুলো বন্ধ হয়ে যায়। নাগরিকদের ফিরিয়ে আনতে অনেক দেশের দৌড়ঝাঁপের মধ্যে সোমবার লড়াইরত পক্ষগুলো ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়।

এ অস্ত্রবিরতি মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়ে তিন দিন পর আজ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হওয়ার কথা রয়েছে। সপ্তাহ খানেকের লড়াইয়ে বহু হতাহতের মধ্যে পালিয়ে গেছেন হাজার হাজার মানুষ। খাবার ও পানি ছাড়াই লোকজনকে বাড়ি ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে। আর ধীরে ধীরে দুর্মল্য হয়ে উঠছে সেখানকার দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।