কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসে চালু করা হয়েছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। এর মাধ্যমে দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত চার লাখ প্রবাসী বাংলাদেশির স্বপ্ন পূরণ হলো।
দূতাবাসে ই-পাসপোর্টের সেবা কার্যক্রম চালু করায় এখন কোনো ধরনের ঝামেলা ছাড়াই অনলাইনের মাধ্যমে যেকোনো স্থান থেকে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।
এমআরপি পাসপোর্ট ৫ বছর মিয়াদি থাকলেও ই-পাসপোর্টের মেয়াদ ১০ বছর। তাই অনেকটা হয়রানি ছাড়াই এখন বিমানবন্দরে আসা-যাওয়া সম্ভব। আর প্রথমবারের মতো এই ই-পাসপোর্ট সেবা পেয়ে উল্লসিত সেখানে অবস্থানরত প্রবাসীরা।
গেল ১৯ এপ্রিল দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম দূতাবাসে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে কাতার প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত ভ্রমণ ও আবাসন প্রক্রিয়া আরো সহজ ও নিরাপদ হবে।
ই-পাসপোর্ট যেহেতু আধুনিক প্রযুক্তিনির্ভর তাই প্রবাসীদের সকল কাগজ পত্রের জটিলতা সংশোধন করে ই-পাসপোর্ট করার আহ্বান জানান রাষ্ট্রদূত নজরুল ইসলাম। অপরদিকে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা।