পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে তিন দিন বন্ধ থাকবে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
রবিবার (১৬ এপ্রিল) বাংলাদেশের দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে ছুটি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে এবং বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশের প্রেক্ষিতে (চাঁদ দেখা সাপেক্ষে) ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দোহা,কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো জানান হয়,দূতাবাস বন্ধকালীন জরুরি প্রয়োজনে ৩৩৬৬২০০০ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।