বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় অফিসার্স ক্লাবে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিমান ভাড়া কমানোর দাবি জানান হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।
এ সময় তিনি বলেন, বাংলাদেশি হজযাত্রীদের খরচের একটি বড় অংশ হচ্ছে বিমান ভাড়া। এবারও বিমান ভাড়া বেড়েছে হজ প্যাকেজে। যা গত বছরের থেকে ৫৭ হাজার ৭৯৭ টাকা বেশি। এই অতিরিক্ত ভাড়া অযৌক্তিক বলেন এবং হজে বিমান ভাড়া কমানো সম্ভব বলে চ্যালেঞ্জ করেছেন সংগঠনটির সভাপতি।
ইফতার অনুষ্ঠানে হাব সভাপতি বলেন, বিমান ভাড়া অবশ্যই কমানো সম্ভব। যদি এসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে আমরা ভাড়া কমানোর দিকগুলো তুলে ধরতে পারবো। আমি বিশ্বাস করি এভিয়েশন খাত বিশেষজ্ঞ কেউ আমাদের সাথে বসে দেখতে পারেন, যে বিমান ভাড়া কমানো সম্ভব। আর এভাবে হজ প্যাকেজের খরচ কমানো যাবে বলেছেন হাব সভাপতি।
হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন হজের খরচের ২ টি অংশ। একটি সৌদি আরবের অংশ, যা কমানোর কোনো সুযোগ নেই আমাদের। হজ প্যাকেজের মূল্য বেড়েছে ডলার ও সৌদি বিয়ালের মূল্য বৃদ্ধির কারণে। সারা বিশ্বে এ কারণে মূল্য বৃদ্ধি পেয়েছে। আর বাকি বাংলাদেশ অংশের ব্যায়, সেটি হচ্ছে বিমান ভাড়া। বিমান ভাড়া বৃদ্ধির কারণে বেড়েছে হজের খরচ। আমরা মনে করি বিমান ভাড়া কমানো গেলে বাংলাদেশ অংশের ব্যায় অনেকটা কমে যাবে। আমরা সেই প্ৰচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সৌদি এম্বাসির ঊর্ধবতন কর্মকর্তা জামাল আর হারবি,হাব মহাসচিব ফারুক আহমদ সরদার,সহ সভাপতি মাওলানা ফজলুর রহমানসহ আরো অনেকে।