মালয়েশিয়ায় কাগজবিহীন ২০ বাংলাদেশিসহ ৬৫ জন বিদেশিকে গ্রেফতার করেছে, দেশটির ইমিগ্রেশন পুলিশ। এসময় জাল ভিসা, স্টিকার তৈরী সিন্ডিকেট চক্রের একজন বাংলাদেশী ও একজন ভারতীয় মূলহোতাকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিদেশিদের পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণে সেমুনিয়া ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে।
৭ এপ্রিল শুক্রবার রাত ৯ টায় দেশটির অভিবাসন বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতু রুসলিন জুসোহ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৫ ও ৬ এপ্রিল ,পুত্রজায়ার বিশেষ শাখার অফিসারদের সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট ডিভিশন গঠন করে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে এই সিন্ডিকেট চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।
অভিযানে ৪৩ জন ভারতীয়, ২০ জন বাংলাদেশী এবং ২ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২৫ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে। অভিযানের সময় তাদের কাছ থেকে ভারতীয় ৪০ টি, বাংলাদেশী ২০ টি ও পাকিস্তানের ২ টি পাসপোর্ট সহ মোট ৬৫ টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
এই ৬৫ টি পাসপোর্ট দালালরা লোকদের কাছ থেকে জাল পিএলকেএস ওয়ার্ক পারমিট লাগিয়ে বৈধ করার লোভ দেখিয়ে সংগ্রহ করেছিল। প্রত্যেক পাসপোর্টে জাল ভিসা লাগানোর জন্য জন প্রতি ৬ হাজার রিংগিত অগ্রিম নেওয়া হয়েছিল।
সিন্ডিকেটের মাস্টার মাইন্ড একজন ভারতীয় ৪৩ বছর বয়সী পুরুষ। রাজধানী কুয়ালালামপুরের ব্রিকফিল্ড এলাকায় প্রথমে তার অফিসে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাল ভিসার স্টিকার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঐ ভারতীয় ব্যাক্তির স্বীকারোক্তির ভিত্তিতে সেরেমবান রাজ্যে অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়। সে এই সিন্ডিকেট চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিল।
গ্রেফতারকৃতদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং AMLATFPUAA আইন ২০০১ এর অধীনে একটি অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে