বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) এর আয়োজনে সংগঠনটির এবছরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাও হোটেলে দোয়া ও ইফতার মাহফিলের এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, “এই খাতে যে সকল সমস্যা রয়েছে তা সবাই মিলে সহজেই সমাধান করা সম্ভব।” একইসাথে এই ইফতার মাহফিলের মাধ্যমে সকলে একত্রিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
বায়রা সভাপতি মোহাম্মদ আবুল বাসার এর সভাপতিত্বে প্রথমেই পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিও স্থায়ী কমিটির সভাপতি ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিও স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশের রিজার্ভে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলায় অগ্রণী ভূমিকা রাখছে প্রবাস আয়। তাই এই খাতের সবাই মিলে একযোগে কাজ করলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতি পূরণে বিদেশী সংস্থার কাছে ধর্না দিতে হবে না বলেও অনুষ্ঠানে জানান বক্তারা।
ইফতার মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পার্লামেন্টিরিয়ান্স অন মাইগ্রেশন অ্যান্ড ডেভলপমেন্ট এর চেয়ারম্যান ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মনুরুছ সালেহীন, বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, বায়ার মহাসচিব আলী হায়দার চৌধুরী এবং বায়রার অন্যান্য সদস্যরাসহ খাত সংশ্লিষ্ট অনেকেই।