প্রবাসী কর্মীদের সামাজিক স্বীকৃতি দেয়া হলে বৈধ পথে রেমিট্যান্স বাড়বে বলে মন্তব্য করেছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম এনডিসি।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাও হোটেলে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ- বায়রা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি।
বিএমইটি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, “গেল ১৪ বছরে বাংলাদেশে থেকে ৮৮ লাখ কর্মী বিদেশে গিয়েছে। এখন আমাদের সুফল পাওয়ার সময়। যারা বাহিরে গেছে, তারা যা আয় করছে তা বৈধ পথে দেশে আসা খুবই জরুরি।”
তিনি আরো বলেন, “এই রেমিট্যান্স আরো বাড়বে, যখন দেখা যাবে এই প্রবাস আয় উত্তম কোনো যায়গায় বিনিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। আর যারা এই রেমিট্যান্স পাঠাচ্ছে এবং বিদেশ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশে আসছে তাদেরকে সামাজিক সংগঠনে যুক্ত করতে পারলে সোশ্যাল রিএন্ট্রিগ্রেশন সম্ভব হবে”।
সাংবাদিকদের তিনি জানান, “রেমিট্যান্সকে বৈধ পথে দেশে আনার জন্য শুধুমাত্র ব্যাংকিং চ্যানেল না, প্রবাসী কর্মীদের সামাজিক স্বীকৃতিও দিতে হবে। এছাড়াও অভিবাসী কর্মীদের সন্মান দেয়া হলে বাংলাদেশের প্রতি তাদের দরদ ও মর্যাদা বৃদ্ধি পাবে”।
শহীদুল আলম এনডিসি বলেন, “গেল ২ বছরে বিএমইটি থেকে ছাড়পত্র নিয়ে বিদেশ গেছে ২১ লাখ কর্মী। আমরা এখন এর সুফল পাওয়া শুরু করেছি। গত বছরের মার্চ মাসের চাইতে চলতি বছরের মার্চে রেমিট্যান্স বেশি এসেছে। আগামী মাসে এর পরিমান আরো বাড়বে। জুন মাস নাগাদ এটি হয়তো বাংলাদেশের সর্বকালের রেকর্ড ছুঁয়ে যাবে। কারণ সামনে আরো দুটো উৎসব (ঈদুল ফিতর ও ঈদুল আযহা) আছে। এই দুই উৎসবকে ঘিরে চলতি বছরের রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতি ও রিজার্রভের উপর বড় ধরণের ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে বলেও জানান তিনি।”
বায়রা আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিও স্থায়ী কমিটির সভাপতি ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মনুরুছ সালেহীন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিও স্থায়ী কমিটি ও বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ, বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, বাংলাদেশ পার্লামেন্টিরিয়ান্স অন মাইগ্রেশন অ্যান্ড ডেভলপমেন্ট এর চেয়ারম্যান ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, বায়রার সভাপতি মোহাম্মদ আবুল বাশার এবং বায়ার মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ খাত সংশ্লিষ্ট অনেকেই।