ঢাকা , রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

প্রবাসী আয়ে দেশের উন্নয়ন, ‘সোনার মানুষ’ সম্মাননা পেল ৬ ব্যক্তি

Print Friendly, PDF & Email

 

প্রবাস আয় দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘সোনার মানুষ’ সম্মাননা পেল ৬ ব্যক্তি। একই সাথে দেশে অভিবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য এক এনজিও ও সরকারি সংস্থাকে এ সম্মাননা দেয়া হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে ‘অভিবাসন ও সোনার মানুষ সম্মিলন ২০২৩’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেয় ‘রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা দেওয়া হয়।

জাতীয় অর্থনীতিতে অভিবাসীদের অবদানের স্বীকৃতি এবং রেমিট্যান্স পাঠানো ও তার সঠিক ব্যবহারকে উত্সাহিত করতে ‘সোনার মানুষ সম্মিলন’ আয়োজন করে রামরু।

এ আয়োজনে ‘সোনার মানুষ’ সম্মাননা পান টাঙ্গাইলের নাজমুল তালুকদার, কুমিল্লার নুরুদ্দিন আহমেদ ও ঢাকার সলিম উল্লাহ। ‘সোনার মানুষ পরিবার’ সম্মাননা পান ২জন অভিবাসী শ্রমিকের স্ত্রী। তারা হলেন, টাঙ্গাইলের উম্মে হাবিবা রুমা ও ময়মনসিংহের শিউলি ইসলাম। এছাড়া অভিবাসীদের কল্যাণে কাজ করার জন্য ‘সোনার মানুষ সেবা’ সম্মাননা পেয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফকরুল আলম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রবাসীরা যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখে তেমন তাদের স্বার্থ রক্ষায় আমাদের ভূমিকা রাখতে হবে। অনেক কিছু মাঝে মধ্যে বিচ্ছুতি হয়। তবে সেটিও দূর করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। রামরু আজকে যে কাজ করছে সেটি সত্যিই খুব অসাধারন কাজ। এর মধ্য থেকে অন্য প্রবাসীরাও দেশের জন্য কাজ করতে আগ্রহী হবেন।’

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, “জাপান ও দক্ষিণ কোরিয়াতে মধ্যপ্রাচ্য থেকে দ্বিগুণ, তিনগুণের চাইতে বেশি বেতনে লোক নিচ্ছে। কিন্তু আমরা ঐ দিকে চিন্তা করিনা। আমরা শুধু মধ্যপ্রাচ্যের কথা চিন্তা করি। এটা একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছে। এই সিস্টেম ভাঙ্গার চেষ্টা আমি করে যাচ্ছি। তবে আমার একার পক্ষে সব ঠিক করে ফেলা সম্ভব হবে না। এজন্য সকলের এগিয়ে আসতে হবে। আজকে যারা এখানে স্বীকৃতি পেয়েছেন তারা দেশে এসে শুধু নিজের উন্নয়ন করেনি। দেশ ও জাতির উন্নয়নে তারা এগিয়ে এসেছেন। আমরা মনে করি সকল প্রবাসী এভাবে দেশের জন্য এগিয়ে আসুক। আর অদক্ষ হয়ে মধ্যপ্রাচ্য না গিয়ে কিছুটা দক্ষতা অর্জন করে ও ভাষা শিখে জাপান কোরিয়া যান। সেখানে ২-৩ লাখ টাকা আয় করতে পারবেন।”

সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসি সহ খাত সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

প্রবাসী আয়ে দেশের উন্নয়ন, ‘সোনার মানুষ’ সম্মাননা পেল ৬ ব্যক্তি

আপডেট: ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
Print Friendly, PDF & Email

 

প্রবাস আয় দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘সোনার মানুষ’ সম্মাননা পেল ৬ ব্যক্তি। একই সাথে দেশে অভিবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য এক এনজিও ও সরকারি সংস্থাকে এ সম্মাননা দেয়া হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে ‘অভিবাসন ও সোনার মানুষ সম্মিলন ২০২৩’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেয় ‘রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা দেওয়া হয়।

জাতীয় অর্থনীতিতে অভিবাসীদের অবদানের স্বীকৃতি এবং রেমিট্যান্স পাঠানো ও তার সঠিক ব্যবহারকে উত্সাহিত করতে ‘সোনার মানুষ সম্মিলন’ আয়োজন করে রামরু।

এ আয়োজনে ‘সোনার মানুষ’ সম্মাননা পান টাঙ্গাইলের নাজমুল তালুকদার, কুমিল্লার নুরুদ্দিন আহমেদ ও ঢাকার সলিম উল্লাহ। ‘সোনার মানুষ পরিবার’ সম্মাননা পান ২জন অভিবাসী শ্রমিকের স্ত্রী। তারা হলেন, টাঙ্গাইলের উম্মে হাবিবা রুমা ও ময়মনসিংহের শিউলি ইসলাম। এছাড়া অভিবাসীদের কল্যাণে কাজ করার জন্য ‘সোনার মানুষ সেবা’ সম্মাননা পেয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফকরুল আলম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রবাসীরা যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখে তেমন তাদের স্বার্থ রক্ষায় আমাদের ভূমিকা রাখতে হবে। অনেক কিছু মাঝে মধ্যে বিচ্ছুতি হয়। তবে সেটিও দূর করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। রামরু আজকে যে কাজ করছে সেটি সত্যিই খুব অসাধারন কাজ। এর মধ্য থেকে অন্য প্রবাসীরাও দেশের জন্য কাজ করতে আগ্রহী হবেন।’

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, “জাপান ও দক্ষিণ কোরিয়াতে মধ্যপ্রাচ্য থেকে দ্বিগুণ, তিনগুণের চাইতে বেশি বেতনে লোক নিচ্ছে। কিন্তু আমরা ঐ দিকে চিন্তা করিনা। আমরা শুধু মধ্যপ্রাচ্যের কথা চিন্তা করি। এটা একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছে। এই সিস্টেম ভাঙ্গার চেষ্টা আমি করে যাচ্ছি। তবে আমার একার পক্ষে সব ঠিক করে ফেলা সম্ভব হবে না। এজন্য সকলের এগিয়ে আসতে হবে। আজকে যারা এখানে স্বীকৃতি পেয়েছেন তারা দেশে এসে শুধু নিজের উন্নয়ন করেনি। দেশ ও জাতির উন্নয়নে তারা এগিয়ে এসেছেন। আমরা মনে করি সকল প্রবাসী এভাবে দেশের জন্য এগিয়ে আসুক। আর অদক্ষ হয়ে মধ্যপ্রাচ্য না গিয়ে কিছুটা দক্ষতা অর্জন করে ও ভাষা শিখে জাপান কোরিয়া যান। সেখানে ২-৩ লাখ টাকা আয় করতে পারবেন।”

সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসি সহ খাত সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তারা।