সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় আরও অন্তত ১৮ বাংলাদেশি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার দেশটির আছির প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বসের যাত্রীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মাক্কা যাচ্ছিলেন। বাসের ব্রেক কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে। এসময় একটি ব্রিজের উপর উল্টে গেলে বাসে আগুন ধরে যায়।
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এর প্রথম সচিব আরিফুজ্জামান জানিয়েছেন, এখন পর্যন্ত ৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বাসটিতে ৩৫ জন বাংলাদেশি ছিলেন। মোট ৪৭ যাত্রীর মধ্যে দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে।