চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ২৩ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, চলতি মাসের প্রথম ১০ দিনে মোট প্রবাসী আয়ের ৮ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে। ১ কোটি ৩৭ লাখ ৯০ হাজার ডলার এসেছে বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে, বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ডলার এবং বৈদেশিক ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৪ লাখ ডলার।
করোনা সংকটের পর দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির ফলে দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা ঘুরে দাঁড়ালেও ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কমিয়ে দেয় প্রবাসী আয়। এতে দেশে ব্যাপকহারে ডলার সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে দেশের রেমিট্যান্স বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় চলতি অর্থবছরের প্রথম দিকে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বৃদ্ধি পায়।