ঢাকা , রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

মালয়েশিয়ার আন্তর্জাতিক হালাল মেলায় বাংলাদেশি পণ্য

Print Friendly, PDF & Email

 

“সেলাঙ্গর ইন্টারন্যাশনাল হালাল গেটওয়ে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মালয়েশিয়ায় শুরু হয়েছে (১০-১২ মার্চ) ৩ দিনব্যাপী ‘সেলাঙ্গর ইন্টারন্যাশনাল হালাল কনভেনশন’ (সেলহাক ২০২৩)।

দেশটির সেলাঙ্গর রাজ্য সরকারের উদ্যোগে বিশ্বের ব্র্যান্ড ও শিল্প উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের অংশ হিসেবে সেলাঙ্গর স্টেট ইসলামিক এফেয়ার্স এবং হালাল ইন্টারন্যাশনাল সেলাঙ্গর এই মেলা আয়োজন করেছে।

হালাল পণ্য এবং সেবাসমূহ প্রদর্শনী, প্রচার, হালাল সেক্টরের সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরি ও সেলাঙ্গর রাজ্যে হালাল শিল্পের বিকাশকে উৎসাহিত করার লক্ষ্য পূরণে এই মেলা সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদি।

সম্প্রতি সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের সম্পদ ও বিনিয়োগ বিষয়ক প্রতিষ্ঠান ‘এমবিআই সেলাঙ্গরের সাথে পারষ্পারিক বাণিজ্য, বিশেষ করে হালাল বাণিজ্য সম্প্রসারণে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন  ও মালয়েশিয়া উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ‘সেলাঙ্গর ইন্টারন্যাশনাল হালাল কনভেনশন’(সেলহাক ২০২৩) এ বাংলাদেশ অংশ নিয়েছে।

মালয়েশিযায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার জানান, “প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশি ছাড়াও এশিয়ার অন্য দেশের অভিবাসীদের কাছেও আমাদের পণ্যের চাহিদা রয়েছে। আশা করা যায়, এ মেলার মাধ্যমে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার আরও বাড়বে এবং হালাল বাণিজ্য সম্প্রসারণে সেলাঙ্গর রাজ্য তথা মালয়েশিয়ার সাথে কাজ করার সুযোগ তৈরী হবে।”

শুক্রবার (১০ মার্চ) সকালে রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বাণিজ্য সম্মেলন ও মেলার উদ্বোধন করেন সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইবি দাতো শ্রী আমিরুদ্দিন বিন শারি।

অনুষ্ঠানের প্রধান অতিথি সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদিন বিন শারি বলেন, “সেলাঙ্গর হালাল সামিট ২০২৩ এর মাধ্যমে সেলাঙ্গর অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুন-উদ্ভাবনে সহায়তা করার জন্য নেতৃত্ব দিচ্ছে। এই সুবিধা শুধুমাত্র সেলাঙ্গরের জন্য নয়, মালয়েশিয়া ও আসিয়ান বন্ধুদেরও জন্য।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইসলামিক রিলিজিয়ন, কনজিউমারিজম এবং হালাল ইন্ডাস্ট্রির স্থায়ী কমিটির চেয়ারম্যান, মোহাম্মাদ জাওয়াই বিন আহমদ মুগনি।

ফুড অ্যান্ড বেভারেজ, ফার্মাসিউটিক্যালস এবং স্বাস্থ্যসেবা, হালাল উপাদান, পারসোনাল কেয়ার এন্ড বিউটি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, মডেস্ট ফ্যাশন এই ৬টি ক্যাটাগরিতে ৬৪টি বুথে মোট ২০০ এর অধিক এক্সিবিটর ‘সেলাঙ্গর ইন্টারন্যাশনাল হালাল কনভেনশন’অংশ নিয়েছে। মৈত্রী ইনফিনিটি এসডিএন বিএইচডি এর সহযোগিতায় এগ্রোভার্স লিমিটেড বাংলাদেশ বুথে বাংলাদেশি পণ্য প্রদর্শন করছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইবি দাতো শ্রী আমিরুদ্দিন বিন শারি বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং বাংলাদেশি পণ্যের গুণগতমানের প্রশংসা করেন।

এসময় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ তাকে স্বাগত জানিয়ে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন পণ্য সম্পর্কে এবং হালাল সম্ভাবনাময় বাজার হিসেবে বাংলাদেশকে তুলে ধরেন। পরবর্তীতে মেলায় অংশ নেওয়া দেশগুলোর কূটনৈতিক, শিল্পোদ্যোক্তা, বিনোয়োগকারী ও প্রবাসীসহ অনেক মালয়েশিয়ান দর্শনার্থী বাংলাদেশের বুথ ঘুরে দেখেন।

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

মালয়েশিয়ার আন্তর্জাতিক হালাল মেলায় বাংলাদেশি পণ্য

আপডেট: ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
Print Friendly, PDF & Email

 

“সেলাঙ্গর ইন্টারন্যাশনাল হালাল গেটওয়ে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মালয়েশিয়ায় শুরু হয়েছে (১০-১২ মার্চ) ৩ দিনব্যাপী ‘সেলাঙ্গর ইন্টারন্যাশনাল হালাল কনভেনশন’ (সেলহাক ২০২৩)।

দেশটির সেলাঙ্গর রাজ্য সরকারের উদ্যোগে বিশ্বের ব্র্যান্ড ও শিল্প উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের অংশ হিসেবে সেলাঙ্গর স্টেট ইসলামিক এফেয়ার্স এবং হালাল ইন্টারন্যাশনাল সেলাঙ্গর এই মেলা আয়োজন করেছে।

হালাল পণ্য এবং সেবাসমূহ প্রদর্শনী, প্রচার, হালাল সেক্টরের সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরি ও সেলাঙ্গর রাজ্যে হালাল শিল্পের বিকাশকে উৎসাহিত করার লক্ষ্য পূরণে এই মেলা সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদি।

সম্প্রতি সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের সম্পদ ও বিনিয়োগ বিষয়ক প্রতিষ্ঠান ‘এমবিআই সেলাঙ্গরের সাথে পারষ্পারিক বাণিজ্য, বিশেষ করে হালাল বাণিজ্য সম্প্রসারণে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন  ও মালয়েশিয়া উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ‘সেলাঙ্গর ইন্টারন্যাশনাল হালাল কনভেনশন’(সেলহাক ২০২৩) এ বাংলাদেশ অংশ নিয়েছে।

মালয়েশিযায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার জানান, “প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশি ছাড়াও এশিয়ার অন্য দেশের অভিবাসীদের কাছেও আমাদের পণ্যের চাহিদা রয়েছে। আশা করা যায়, এ মেলার মাধ্যমে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার আরও বাড়বে এবং হালাল বাণিজ্য সম্প্রসারণে সেলাঙ্গর রাজ্য তথা মালয়েশিয়ার সাথে কাজ করার সুযোগ তৈরী হবে।”

শুক্রবার (১০ মার্চ) সকালে রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বাণিজ্য সম্মেলন ও মেলার উদ্বোধন করেন সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইবি দাতো শ্রী আমিরুদ্দিন বিন শারি।

অনুষ্ঠানের প্রধান অতিথি সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদিন বিন শারি বলেন, “সেলাঙ্গর হালাল সামিট ২০২৩ এর মাধ্যমে সেলাঙ্গর অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুন-উদ্ভাবনে সহায়তা করার জন্য নেতৃত্ব দিচ্ছে। এই সুবিধা শুধুমাত্র সেলাঙ্গরের জন্য নয়, মালয়েশিয়া ও আসিয়ান বন্ধুদেরও জন্য।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইসলামিক রিলিজিয়ন, কনজিউমারিজম এবং হালাল ইন্ডাস্ট্রির স্থায়ী কমিটির চেয়ারম্যান, মোহাম্মাদ জাওয়াই বিন আহমদ মুগনি।

ফুড অ্যান্ড বেভারেজ, ফার্মাসিউটিক্যালস এবং স্বাস্থ্যসেবা, হালাল উপাদান, পারসোনাল কেয়ার এন্ড বিউটি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, মডেস্ট ফ্যাশন এই ৬টি ক্যাটাগরিতে ৬৪টি বুথে মোট ২০০ এর অধিক এক্সিবিটর ‘সেলাঙ্গর ইন্টারন্যাশনাল হালাল কনভেনশন’অংশ নিয়েছে। মৈত্রী ইনফিনিটি এসডিএন বিএইচডি এর সহযোগিতায় এগ্রোভার্স লিমিটেড বাংলাদেশ বুথে বাংলাদেশি পণ্য প্রদর্শন করছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইবি দাতো শ্রী আমিরুদ্দিন বিন শারি বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং বাংলাদেশি পণ্যের গুণগতমানের প্রশংসা করেন।

এসময় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ তাকে স্বাগত জানিয়ে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন পণ্য সম্পর্কে এবং হালাল সম্ভাবনাময় বাজার হিসেবে বাংলাদেশকে তুলে ধরেন। পরবর্তীতে মেলায় অংশ নেওয়া দেশগুলোর কূটনৈতিক, শিল্পোদ্যোক্তা, বিনোয়োগকারী ও প্রবাসীসহ অনেক মালয়েশিয়ান দর্শনার্থী বাংলাদেশের বুথ ঘুরে দেখেন।