ঢাকা , শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :

পরীক্ষাবিহীন বিদেশি কর্মীর কোটা অনুমোদন চলবে মার্চ পর্যন্ত: শিবকুমার

Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদনে মানবসম্পদ মন্ত্রণালয় কর্তৃক পরীক্ষা না করার শিথিলতার সুযোগ না নিতে নিয়োগকর্তাদের সতর্ক করেছেন। তিনি বলেন, ” কোটা অনুমোদনের শর্তের শিথিলতা অস্থায়ী এবং সে সকল কোম্পানি ছয় মাসের মধ্যে শর্তগুলো পূরণ করেছে কি না চেক করা হবে।”

তিনি আরো বলেন, ” এ মুহূর্তে মন্ত্রণালয় কোটা অনুমোদনের আগে কোন চেক করছে না কিন্তু এটাকেই নিশ্চয়তা মনে করা যাবে না।”

জানুয়ারিতে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগ পরিকল্পনায় শিথিলতার ঘোষণা দেয় ৫ টি সেক্টরের ক্ষেত্রে – প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, কৃষি এবং সার্ভিস ( রেস্তোরা) যা ১৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ ৩১ মার্চের পর শিথিল শর্তে কোটা অনুমোদন করা হবে না।

শনিবার (৪ মার্চ) কুয়ালালামপুরের জালান মেলাকাতে সেন্ট্রালাইজড লেবার কোয়ার্টার চালু করার সময় সাংবাদিকদের এ বিষয়ে জানান মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার।

অভিবাসী শ্রম কোটার আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য শ্রম বিভাগ যেমন কোম্পানি প্রাঙ্গনে গিয়ে পরীক্ষা এড়িয়ে গেছে তেমনি মন্ত্রণালয়ও কোম্পানির বিদেশি কর্মীদের জন্য দেওয়া আবাসন সুবিধাদি পরীক্ষা না করে দ্রুত নিষ্পত্তি করেছে। শিব কুমার বলেন, মালয়েশিয়ায় ১.৫ মিলিয়ন বিদেশি কর্মীর আবাসন প্রয়োজন। বিদ্যমান আবাসনের মধ্যে মাত্র ৩০ শতাংশ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত।

তিনি বলেন , ” আমরা কোটা অনুমোদনের আগে চেক করি না, তার মানে এই নয় যে তারা অভিবাসী কর্মীদের জন্য উপযুক্ত অনুমোদিত আবাসন নিশ্চিত না করেই আনতে পারবে। মালয়েশিয়া সরকার অভিবাসী কর্মীদের সু আবাসন নিশ্চিত করতে কাজ করছে । মানবসম্পদ মন্ত্রী সাংবাদিকদের বলেন, ” আমরা নিয়োগকর্তাদের পরামর্শ দিই যে কর্মীদের মালয়েশিয়ায় আনার আগে অভিবাসী কর্মীদের জন্য পর্যাপ্ত অনুমোদিত আবাসন যে রয়েছে তা নিশ্চিত করতে।”

মন্ত্রী বলেন, ” সরকারের বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা অনুযায়ী নিয়োগকর্তারা বর্তমানে চাকরি এবং কোটার যোগ্যতার পূর্বশর্ত ছাড়াই ১৫ টি উৎস দেশ থেকে কর্মী নিয়োগ করতে পারে।” তিনি উদাহরন দিয়ে বলেন, পেনাং এর একটি কোম্পানি বিদেশি কর্মী নিয়োগের উদ্দেশ্যে ১০২ জন স্থানীয় কর্মী ছাটাই করেছে। যদিও পরে স্থানীয় কর্মীদের পুনরায় নিয়োগ করেছে তবে লেবার ডিপার্টমেন্ট এটির তদন্ত করেছে। ছাড় দেয়নি। তিনি বলেন, পেনাংয়ের সেই কোম্পানি ছাঁটাই করা স্থানীয়দের নিয়োগ দিতে রাজি হয়েছে, কিন্তু যদি আমরা দেখি যে আইন কানুন ভঙ্গ করেছে তাহলে তাদের কোটা বাতিল করা হবে।”

শিবকুমার বুধবার নিয়োগকর্তাদের উদ্দেশ্যে কঠোর সতর্কতা জারি করেছে যে, স্থানীয় কর্মীদের জায়গায় বিদেশি কর্মী দিয়ে পূরণ করলে প্রতিটি অপরাধের জন্য ৫০ হাজার রিঙ্গিত করে জরিমানা এবং কোটা বাতিল করা হবে। তিনি বলেন, স্থানীয় কর্মীদের বাদ দিয়ে বিদেশি কর্মী নিয়োগ এমপ্লয়মেন্ট অ্যাক্ট ১৯৫৫ এর ৬০(এম) ধারা অনুযায়ী একটি অপরাধ।

বৃহত্তম শ্রম সংগঠন মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস নতুন অভিবাসী নিয়োগের ক্ষেত্রে স্থানীয় কর্মীদের বাদ দেওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে।

Tag :
জনপ্রিয়

মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি

পরীক্ষাবিহীন বিদেশি কর্মীর কোটা অনুমোদন চলবে মার্চ পর্যন্ত: শিবকুমার

আপডেট: ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদনে মানবসম্পদ মন্ত্রণালয় কর্তৃক পরীক্ষা না করার শিথিলতার সুযোগ না নিতে নিয়োগকর্তাদের সতর্ক করেছেন। তিনি বলেন, ” কোটা অনুমোদনের শর্তের শিথিলতা অস্থায়ী এবং সে সকল কোম্পানি ছয় মাসের মধ্যে শর্তগুলো পূরণ করেছে কি না চেক করা হবে।”

তিনি আরো বলেন, ” এ মুহূর্তে মন্ত্রণালয় কোটা অনুমোদনের আগে কোন চেক করছে না কিন্তু এটাকেই নিশ্চয়তা মনে করা যাবে না।”

জানুয়ারিতে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগ পরিকল্পনায় শিথিলতার ঘোষণা দেয় ৫ টি সেক্টরের ক্ষেত্রে – প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, কৃষি এবং সার্ভিস ( রেস্তোরা) যা ১৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ ৩১ মার্চের পর শিথিল শর্তে কোটা অনুমোদন করা হবে না।

শনিবার (৪ মার্চ) কুয়ালালামপুরের জালান মেলাকাতে সেন্ট্রালাইজড লেবার কোয়ার্টার চালু করার সময় সাংবাদিকদের এ বিষয়ে জানান মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার।

অভিবাসী শ্রম কোটার আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য শ্রম বিভাগ যেমন কোম্পানি প্রাঙ্গনে গিয়ে পরীক্ষা এড়িয়ে গেছে তেমনি মন্ত্রণালয়ও কোম্পানির বিদেশি কর্মীদের জন্য দেওয়া আবাসন সুবিধাদি পরীক্ষা না করে দ্রুত নিষ্পত্তি করেছে। শিব কুমার বলেন, মালয়েশিয়ায় ১.৫ মিলিয়ন বিদেশি কর্মীর আবাসন প্রয়োজন। বিদ্যমান আবাসনের মধ্যে মাত্র ৩০ শতাংশ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত।

তিনি বলেন , ” আমরা কোটা অনুমোদনের আগে চেক করি না, তার মানে এই নয় যে তারা অভিবাসী কর্মীদের জন্য উপযুক্ত অনুমোদিত আবাসন নিশ্চিত না করেই আনতে পারবে। মালয়েশিয়া সরকার অভিবাসী কর্মীদের সু আবাসন নিশ্চিত করতে কাজ করছে । মানবসম্পদ মন্ত্রী সাংবাদিকদের বলেন, ” আমরা নিয়োগকর্তাদের পরামর্শ দিই যে কর্মীদের মালয়েশিয়ায় আনার আগে অভিবাসী কর্মীদের জন্য পর্যাপ্ত অনুমোদিত আবাসন যে রয়েছে তা নিশ্চিত করতে।”

মন্ত্রী বলেন, ” সরকারের বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা অনুযায়ী নিয়োগকর্তারা বর্তমানে চাকরি এবং কোটার যোগ্যতার পূর্বশর্ত ছাড়াই ১৫ টি উৎস দেশ থেকে কর্মী নিয়োগ করতে পারে।” তিনি উদাহরন দিয়ে বলেন, পেনাং এর একটি কোম্পানি বিদেশি কর্মী নিয়োগের উদ্দেশ্যে ১০২ জন স্থানীয় কর্মী ছাটাই করেছে। যদিও পরে স্থানীয় কর্মীদের পুনরায় নিয়োগ করেছে তবে লেবার ডিপার্টমেন্ট এটির তদন্ত করেছে। ছাড় দেয়নি। তিনি বলেন, পেনাংয়ের সেই কোম্পানি ছাঁটাই করা স্থানীয়দের নিয়োগ দিতে রাজি হয়েছে, কিন্তু যদি আমরা দেখি যে আইন কানুন ভঙ্গ করেছে তাহলে তাদের কোটা বাতিল করা হবে।”

শিবকুমার বুধবার নিয়োগকর্তাদের উদ্দেশ্যে কঠোর সতর্কতা জারি করেছে যে, স্থানীয় কর্মীদের জায়গায় বিদেশি কর্মী দিয়ে পূরণ করলে প্রতিটি অপরাধের জন্য ৫০ হাজার রিঙ্গিত করে জরিমানা এবং কোটা বাতিল করা হবে। তিনি বলেন, স্থানীয় কর্মীদের বাদ দিয়ে বিদেশি কর্মী নিয়োগ এমপ্লয়মেন্ট অ্যাক্ট ১৯৫৫ এর ৬০(এম) ধারা অনুযায়ী একটি অপরাধ।

বৃহত্তম শ্রম সংগঠন মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস নতুন অভিবাসী নিয়োগের ক্ষেত্রে স্থানীয় কর্মীদের বাদ দেওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে।