ঢাকা , বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :

সরকারিভাবে কর্মী নিবে জর্ডান

Print Friendly, PDF & Email

 

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে সরকারিভাবে ১৩৫ পুরুষ কর্মী নিয়োগ দিবে জর্ডান।

বুধবার (০১ মার্চ ) বোয়েসেলের ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

দেশটির কানজিন সুউইং ইন্ডাস্ট্রিস লিমিটেড কোম্পানির সুপারভাইজার, টেইলর এবং প্যাটার্ন মাস্টার’সহ বেশ কিছু পদে এই কর্মীদের নিয়োগ দেয়া হবে।

১. পদের নাম: টেইলর , পদের সংখ্যা: ৬৫টি, বেতনঃ প্রতিমাসে ১৭৭ মার্কিন ডলার।

২. পদের নাম: হেলপার, চেকারসম্যান , লাইনম্যান এবং আয়রনম্যান, পদের সংখ্যা: ৩৫টি, বেতনঃ প্রতিমাসে ১৭৭ মার্কিন ডলার।

৩. পদের নাম: লাইন সুপারভাইজার, পদের সংখ্যা: ৩টি, বেতনঃ প্রতিমাসে ৩২০ মার্কিন ডলার।

৪. পদের নাম: কোয়ালিটি কন্ট্রোল, পদের সংখ্যা: ৩টি, বেতনঃ প্রতিমাসে ২১০ মার্কিন ডলার।

৫. পদের নাম: লোডার এবং আনলোডার, পদের সংখ্যা: ১০টি, বেতনঃ প্রতিমাসে ১৭৭ মার্কিন ডলার।

৬. পদের নাম: ক্লিনার, পদের সংখ্যা: ১২টি, বেতনঃ প্রতিমাসে ১৭৭ মার্কিন ডলার।

৭. পদের নাম: স্যাম্পলিং ওয়ার্কার, পদের সংখ্যা: ৫টি, বেতনঃ প্রতিমাসে ২৪০ মার্কিন ডলার।

৮. পদের নাম: প্যাটার্ন মাস্টার, পদের সংখ্যা: ২টি, বেতনঃ প্রতিমাসে ৫০০ মার্কিন ডলার।

দৈনিক ৮ ঘন্টা ও সপ্তায় ৬ দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)সহ চাকরির মেয়াদ ৩ বছর, যা নবায়ন যোগ্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মীদের থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা, যাতায়াতে পরিবহন খরচ ও চাকরিতে যোগদানের এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অনলাইনে আবেদন ও সরসরি সাক্ষাতের পর প্রথম পর্যায় নির্বাচিতদের মিডিক্যাল ফি বাবদ ১ হাজার টাকা ও ফিঙ্গার প্রিন্টের জন্য ২২০ টাকা খরচ হবে। এছাড়া লাগছেনা আর কোনো বাড়তি খরচ।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) বরাবর অনলাইনে আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স অবশ্যই ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পরবর্তীতে আবেদনকারীকে ক্ষুদে বার্তার (SMS) মাধ্যমে সাক্ষাতের তারিখ, সময় ও কেন্দ্র জানিয়ে দেয়া হবে।

সাক্ষাতের সময় যা যা সাথে রাখতে হবেঃ ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদা কালো ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে তা সাক্ষাতের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে।

এছাড়া বিস্তারিত জানতে বোয়েসেল’র ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সরাসরি যোগাযোগের ঠিকানা: প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা ), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।

যোগাযোগ নাম্বারঃ
ফোনঃ +৮৮-০২-৪৮৩১৯১২৫ ও ৪৮৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলঃ info@boesl.gov.bd / md@boesl.gov.bd
ওয়েবঃ www.boesl.gov.bd

Tag :
জনপ্রিয়

মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি

সরকারিভাবে কর্মী নিবে জর্ডান

আপডেট: ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
Print Friendly, PDF & Email

 

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে সরকারিভাবে ১৩৫ পুরুষ কর্মী নিয়োগ দিবে জর্ডান।

বুধবার (০১ মার্চ ) বোয়েসেলের ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

দেশটির কানজিন সুউইং ইন্ডাস্ট্রিস লিমিটেড কোম্পানির সুপারভাইজার, টেইলর এবং প্যাটার্ন মাস্টার’সহ বেশ কিছু পদে এই কর্মীদের নিয়োগ দেয়া হবে।

১. পদের নাম: টেইলর , পদের সংখ্যা: ৬৫টি, বেতনঃ প্রতিমাসে ১৭৭ মার্কিন ডলার।

২. পদের নাম: হেলপার, চেকারসম্যান , লাইনম্যান এবং আয়রনম্যান, পদের সংখ্যা: ৩৫টি, বেতনঃ প্রতিমাসে ১৭৭ মার্কিন ডলার।

৩. পদের নাম: লাইন সুপারভাইজার, পদের সংখ্যা: ৩টি, বেতনঃ প্রতিমাসে ৩২০ মার্কিন ডলার।

৪. পদের নাম: কোয়ালিটি কন্ট্রোল, পদের সংখ্যা: ৩টি, বেতনঃ প্রতিমাসে ২১০ মার্কিন ডলার।

৫. পদের নাম: লোডার এবং আনলোডার, পদের সংখ্যা: ১০টি, বেতনঃ প্রতিমাসে ১৭৭ মার্কিন ডলার।

৬. পদের নাম: ক্লিনার, পদের সংখ্যা: ১২টি, বেতনঃ প্রতিমাসে ১৭৭ মার্কিন ডলার।

৭. পদের নাম: স্যাম্পলিং ওয়ার্কার, পদের সংখ্যা: ৫টি, বেতনঃ প্রতিমাসে ২৪০ মার্কিন ডলার।

৮. পদের নাম: প্যাটার্ন মাস্টার, পদের সংখ্যা: ২টি, বেতনঃ প্রতিমাসে ৫০০ মার্কিন ডলার।

দৈনিক ৮ ঘন্টা ও সপ্তায় ৬ দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)সহ চাকরির মেয়াদ ৩ বছর, যা নবায়ন যোগ্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মীদের থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা, যাতায়াতে পরিবহন খরচ ও চাকরিতে যোগদানের এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অনলাইনে আবেদন ও সরসরি সাক্ষাতের পর প্রথম পর্যায় নির্বাচিতদের মিডিক্যাল ফি বাবদ ১ হাজার টাকা ও ফিঙ্গার প্রিন্টের জন্য ২২০ টাকা খরচ হবে। এছাড়া লাগছেনা আর কোনো বাড়তি খরচ।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) বরাবর অনলাইনে আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স অবশ্যই ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পরবর্তীতে আবেদনকারীকে ক্ষুদে বার্তার (SMS) মাধ্যমে সাক্ষাতের তারিখ, সময় ও কেন্দ্র জানিয়ে দেয়া হবে।

সাক্ষাতের সময় যা যা সাথে রাখতে হবেঃ ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদা কালো ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে তা সাক্ষাতের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে।

এছাড়া বিস্তারিত জানতে বোয়েসেল’র ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সরাসরি যোগাযোগের ঠিকানা: প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা ), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।

যোগাযোগ নাম্বারঃ
ফোনঃ +৮৮-০২-৪৮৩১৯১২৫ ও ৪৮৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলঃ info@boesl.gov.bd / md@boesl.gov.bd
ওয়েবঃ www.boesl.gov.bd