ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) ১৬ হাজার ৭০৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত সবশেষ পরিসংখ্যানে উঠে আসে এই তথ্য। ফেব্রুয়ারি মাসে যে পরিমান প্রবাসী আয় হয়েছে যা তার আগের মাসের চাইতে ২০.২৯ শতাংশ কম। অর্থাৎ চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে প্রবাসী আয় হয়েছিল ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার।
তবে গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল ১৪৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৪.৩৬ শতাংশ রেমিট্যান্স বেশি আয় হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) ৮ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪০১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩৪৩ কেটি ৮৫ লাখ মার্কিন ডলার। সেই হিসেবে চলতি অর্থ বছরের গেল ৮ মাসে ৫৭ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বেশি এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৫৭ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে আয় হয় ১২৪ কোটি মার্কিন ডলার ও বিদেশি ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ৬ কোটি ১৮ লাখ ডলার।
দেশের বৈদেশিক মুদ্রার সংকট নিরসনে রেমিট্যান্স বাড়াতে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন রমজান ও ঈদুল ফিতরের মতো ধর্মীয় উৎসব থাকায় প্রবাসী আয়ের পালে সুবাতাসই বইবে। কাজেই সামনে রেমিট্যান্স আরও বাড়বে বলে মনে করেন তারা।