ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

সেই কিশোর ফাহিম আগামীকাল আসবে দেশে

কিশোর রাতুল ইসলাম ফাহিমের হাতে শুকনো খাবার তুলে দিচ্ছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর ।

Print Friendly, PDF & Email

 

কন্টেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া কিশোর রাতুল ইসলাম ফাহিম ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশে আসবে। সকল প্রক্রিয়া শেষে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাকে দেশে পাঠানো হচ্ছে।

মিশন সুত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯ টা ৪৫ মিনিটে মালয়েশিয়ান এরারলাইন্সের এমএইচ ১৯৬ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন হাইকমিশনের কল্যাণ সহকারি মকছেদ আলী ও কিশোর রাতুল ইসলাম ফাহিম। এরপর ফাহিমকে তার বাবা-মায়ের হাতে তুলে দেয়া হবে।

এর আগে, ৩ ফেব্রুয়ারি সেইফহোমে রাখা কিশোর রাতুল ইসলাম ফাহিমের সঙ্গে দেখা করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর। এরপর ফাহিমের হাতে খাবার তুলে দেন তিনি। এ সময় ডেপুটি হাইকমিশনারের সঙ্গে ছিলেন, প্রথম সচিব (শ্রম) এ, এস, এম, জাহিদুর রহমান।

গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্য ছেড়ে যাওয়া মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি ইন্টিগ্রা’ নামের জাহাজটি মালয়েশিয়ার ক্লাং বন্দরে পৌঁছায় ১৭ জানুয়ারি। ঐ দিন রাতে খালি একটি কন্টেইনার থেকে এই কিশোরকে উদ্ধার করা হয়। উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মালয়েশিয়ার একটি এনজিওর সেইফহোমে রাখা হয় তাকে।

সে সময় ওই কিশোরের কন্টেইনার থেকে বেরিয়ে আসার কয়েকটি ভিডিও মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় সরকার। এরপর কুমিল্লার মনোহরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কাছ থেকে ফাহিমের বিস্তারিত তথ্য সংগ্রহ করে হাইকমিশনের শ্রম শাখা।

কন্টেইনারে করে মালয়েশিয়া যাওয়া মোঃ রাতুল ইসলাম ফাহিম।

রাতুল ইসলাম ফাহিম দুই মাস আগে কুমিল্লার মনোহরগঞ্জের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল। কুমিল্লা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে পৌঁছে গিয়েছিল মালয়েশিয়ায়। মো. রাতুল ইসলাম ফাহিমের বয়স ১৪ বছর। সে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মো. ওমর ফারুক ও রোকেয়া বেগম দম্পতির ছেলে। পেশায় দিনমজুর ফারুকের তিন ছেলের মধ্যে ফাহিম সবার বড়। সে কিছুটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।

গত বছরের শেষ দিকে ফাহিম বাড়ি থেকে ‘নিরুদ্দেশ’ হয়। এরপর কিভাবে সে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে করে মালয়েশিয়ার বন্দরে পৌঁছেছে সে বিষয়ে পরিবারের সদস্যরা পরিষ্কারভাবে কিছুই বলতে পারেননি।

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

সেই কিশোর ফাহিম আগামীকাল আসবে দেশে

আপডেট: ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
Print Friendly, PDF & Email

 

কন্টেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া কিশোর রাতুল ইসলাম ফাহিম ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশে আসবে। সকল প্রক্রিয়া শেষে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাকে দেশে পাঠানো হচ্ছে।

মিশন সুত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯ টা ৪৫ মিনিটে মালয়েশিয়ান এরারলাইন্সের এমএইচ ১৯৬ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন হাইকমিশনের কল্যাণ সহকারি মকছেদ আলী ও কিশোর রাতুল ইসলাম ফাহিম। এরপর ফাহিমকে তার বাবা-মায়ের হাতে তুলে দেয়া হবে।

এর আগে, ৩ ফেব্রুয়ারি সেইফহোমে রাখা কিশোর রাতুল ইসলাম ফাহিমের সঙ্গে দেখা করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর। এরপর ফাহিমের হাতে খাবার তুলে দেন তিনি। এ সময় ডেপুটি হাইকমিশনারের সঙ্গে ছিলেন, প্রথম সচিব (শ্রম) এ, এস, এম, জাহিদুর রহমান।

গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্য ছেড়ে যাওয়া মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি ইন্টিগ্রা’ নামের জাহাজটি মালয়েশিয়ার ক্লাং বন্দরে পৌঁছায় ১৭ জানুয়ারি। ঐ দিন রাতে খালি একটি কন্টেইনার থেকে এই কিশোরকে উদ্ধার করা হয়। উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মালয়েশিয়ার একটি এনজিওর সেইফহোমে রাখা হয় তাকে।

সে সময় ওই কিশোরের কন্টেইনার থেকে বেরিয়ে আসার কয়েকটি ভিডিও মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় সরকার। এরপর কুমিল্লার মনোহরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কাছ থেকে ফাহিমের বিস্তারিত তথ্য সংগ্রহ করে হাইকমিশনের শ্রম শাখা।

কন্টেইনারে করে মালয়েশিয়া যাওয়া মোঃ রাতুল ইসলাম ফাহিম।

রাতুল ইসলাম ফাহিম দুই মাস আগে কুমিল্লার মনোহরগঞ্জের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল। কুমিল্লা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে পৌঁছে গিয়েছিল মালয়েশিয়ায়। মো. রাতুল ইসলাম ফাহিমের বয়স ১৪ বছর। সে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মো. ওমর ফারুক ও রোকেয়া বেগম দম্পতির ছেলে। পেশায় দিনমজুর ফারুকের তিন ছেলের মধ্যে ফাহিম সবার বড়। সে কিছুটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।

গত বছরের শেষ দিকে ফাহিম বাড়ি থেকে ‘নিরুদ্দেশ’ হয়। এরপর কিভাবে সে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে করে মালয়েশিয়ার বন্দরে পৌঁছেছে সে বিষয়ে পরিবারের সদস্যরা পরিষ্কারভাবে কিছুই বলতে পারেননি।