সৌদি আরবের শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশটির জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তারা। এরইমধ্যে তাদের নানা প্রচেষ্টায় আরো বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে শুরু করেছে দেশটির প্রতিষ্ঠিত কোম্পানিগুলো।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তারা জেদ্দার “আল লীথ-এ নাকওয়া” নামে একটি কোম্পানি পরিদর্শনে যান এবং তাদের প্রচেষ্টায় সেখানে ৩৫০ বাংলাদেশি কর্মী নিয়োগের কাজ শুরু করা হয়। একইসাথে ভবিষ্যতে আরো বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দেয়ার জন্য কোম্পানিটির সিইওকে অনুরোধ করেন কনস্যুলেট কর্মকর্তারা।
কোম্পানিটিতে বেশ কিছু বাংলাদেশি কর্মরত রয়েছেন। যাদের প্রত্যেকের সাথে কথা বলেছেন কনস্যুলেটের কর্মকর্তারা। সেসময় কোম্পনির সার্বিক বিষয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্মীরা।
সৌদির বিভিন্ন কোম্পানি পরিদর্শনের সময় সেখানে নিয়োজিত বাংলাদেশি কর্মীদেরকে দেশটির প্রচলিত আইন মেনে চলার এবং বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলে তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর জন্য কনস্যুলেট কর্মকর্তারা অনুরোধ জানান।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম মিনিস্টারের নির্দেশনায় শ্রমকল্যাণ উইংয়ের দ্বিতীয় সচিব ফাহমি মো. সায়েফ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার ও আইন কর্মকর্তা আজিজ ফুরকানসহ একটি বিশেষ দল দেশটিতে নতুন শ্রমবাজার খুঁজে বের করে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।