baira
বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ – বায়রা’র প্রধান উপদেষ্টা পদ থেকে সংগঠনের সাবেক সভাপতি মো. নূর আলীকে অব্যহতি দেয়া হয়েছে একই দিন বায়রা’র মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন শামীম আহমেদ চৌধুরী নোমান।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বায়রা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) এ সাধারণ সদস্যদের পক্ষ থেকে মহাসচিবের উপর অনাস্থা ও পদত্যাগের এবং সংগঠনের প্রধান উপদেষ্টা থেকে ব্যবসায়ী নূর আলীকে অব্যাহতির দাবি তোলা হয়। এর কয়েক ঘন্টা পরই বায়রা’র সভাপতি বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান।
বায়রা’র সভাপতি মো. আবুল বাশার প্রবাস বার্তাকে জানান, “বায়রার গঠনতন্ত্র বা সংবিধান অনুযায়ী উপদেষ্টা পদটি নেই তাই এজিএম-এ সাধারণ সদস্যরা এ বিষয়ে আপত্তি জানান সদস্যদের পক্ষ থেকে যদি প্রস্তাব বা দাবি আসে, সেটা তো বিবেচনা করতে হয় যেহেতু গঠনতন্ত্রে উপদেষ্টা পদই নেই, তাই নোটিশের কোন প্রয়োজনও নেই”
আবুল বাশার জানান, “ওনাকে (মো. নূর আলী) আমরা উপদেষ্টা রাখছিলাম, ওনার বিগত দিনের অভিজ্ঞতা আছে তাই যাদের এমন অভিজ্ঞতা আছে তাদের বুদ্ধি-পরামর্শের জন্যই সংগঠনে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল। অন্য কোন কারণে না যেহেতু উপদেষ্টা পদটি বায়রা’র গঠনতন্ত্রে নেই, তাই সাধারণ সদস্যরা এই পদটি না রাখার দাবি করেন সদস্যদের দাবিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
অন্যদিকে, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমনা পদত্যাগপত্রে উল্লেখ করেন, “গেল ৩০ জানুয়ারি বায়রার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডাকা হয়েছিল। কিন্তু, দুর্ভাগ্যজনক পরিস্থিতির কারণে সেটি স্থগিত করতে হয়েছিল। পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়। তবে প্রথমবার এজিএম স্থগিত হওয়ার জন্য অযৌক্তিকভাবে দায়ী করা হয়েছে”
চৌধুরী নোমান বলেন, ”তার মেয়াদে সভাপতির নির্দেশ এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের সিদ্ধান্ত অনুসারেই সকল কাজ করা হয়েছে। তবে এজিএম স্থগিত হওয়ার পরিস্থিতির জন্য তাকে দায়ী করা অগ্রহণযোগ্য।”
পদত্যাগপত্রে তিনি আরো দাবি করেন, বায়রার নিয়মনীতি অনুযায়ী নির্বাচিত মহাসচিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন এবং এই সংগঠন ও এর সদস্যদের কল্যাণে কাজ করে আসছেন। তবে তার বিরুদ্ধে অভিযোগের কারণে মহাসচিব পদ থেকে পদত্যাগ করা জরুরি হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মহাসচিব পদ থেকে শামীম আহমেদ চৌধুরী নোমানের পদত্যাগের বিষয়ে সভাপতি মো: আবুল বাশার প্রবাস বার্তাকে জানান, সবশেষ বায়রা’র বার্ষিক সাধারণ সভা আয়োজনে সঠিক সময়ে নোটিশ দিতে না পারায় সংগঠন ও এর সদস্যদের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করেন সাধারণ সদস্যরা। তাই দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তার উপরে অনস্থা প্রকাশ ও পদত্যাগের দাবি তোলা হয়। তিনি সদস্যদের কাছে ক্ষমাও চেয়েছেন যেহেতু সদস্যরা ক্ষমা করেননি, তাই নির্বাহী কমিটির এখানে কিছু করার নেই
বায়রার পক্ষ থেকে মহাসচিবের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে কিনা জানতে চাইলে আবুল বাশার বলেন, তিনি ইমেইলে পদত্যাপত্র পাঠিয়েছেন বায়রার নির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে তার অবস্থান সম্পর্কে জানিয়েছেন। তবে এই বিষয়ে নির্বাহী কমিটির পরবর্তি বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে”
গত বছরের ০৩ সেপ্টেম্বর বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) এর ২০২২-২০২৪ মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয় পরদিন (৪ সেপ্টেম্বর) ইস্কাটনস্থ বায়রা ভবনে বায়রা’র অফিস বেয়ারার নির্বাচনে মোহাম্মদ আবুল বাসার সভাপতি ও শামীম আহমেদ চৌধুরী নোমান মহাসচিব হয় এই প্যানের প্রধান সমন্বয়কারী ছিলেন সাবেক সভাপতি নূর আলী