ফেব্রুয়ারি মাসব্যাপী চলবে অমর একুশে গ্রন্থমেলা ২০২৩,বইমেলায় শব্দশৈলী প্রকাশনী থেকে আসছে প্রবাসী সাইফুল ইসলাম রাজীবের লেখা প্রথম বই “প্রবাসের সাতকাহন”। সঠিক তথ্যে নিরাপদ প্রবাস মূলমন্ত্র বইটিতে থাকছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে থাকা ২৬ লাখ প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে থাকা অধিকাংশ প্রবাসী সঠিক তথ্যের অভাবে বিভিন্ন সময় নানা ধরনের বিপদের সম্মুখীন হন। অনেক প্রবাসী জানেনা, দূতাবাস কনস্যুলেট কি? অনেকে জানেন না, তার গুরুত্বপূর্ণ সম্পদ পাসপোর্ট হারিয়ে গেলে কি করবেন? অন্যদিকে দেশটিতে থাকা নারীকর্মীরা জানেন না, বিপদে পড়লে কিভাবে সহায়তা নিবেন? এদিকে বাংলাদেশ থেকে যারা প্রবাসে যাওয়ার কথা ভাবছেন, তাদের অনেকেই জানেনা প্রবাসে যাওয়ার পূর্ব প্রস্তুতি সম্পর্কে।
বইটির লেখক সাইফুল রাজীব জানান, প্রবাসে থাকা অবস্থায় এবং সাংবাদিকতা করতে গিয়ে খুব কাছ থেকে দেখেছি সঠিক তথ্যের জন্য প্রবাসীরা কতটা অসহায়, আমার সেই অভিজ্ঞতা থেকে বইটি এমন ভাবে লেখার চেষ্টা করেছি, যাতে বইটি পড়লে একজন প্রবাসীর প্রবাস জীবন অনেকটাই সহজ ও নিরাপদ হয়ে উঠবে। সেই সাথে দেশে থাকা প্রবাসীর স্বজনরাও ধারণা পেয়ে যাবেন প্রবাসে কেমন আছেন তার প্রিয় মানুষটি, বইটি পড়ার পর যারা নতুন করে প্রবাসে যাওয়ার কথা ভাবছেন তারাও প্রবাস জীবন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।
০৭ ফেব্রুয়ারি থেকে অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর শব্দশৈলী প্রকাশনী’র ২৯ নাম্বার প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি। এছাড়াও অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বইটি সংগ্রহ করা যাবে। বিস্তারিত জানতে বা প্রয়োজনে কল করতে পারেন : ০১৭৬০৯৭০৪৪৪
অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন : https://www.rokomari.com/book/281993/probasher-satkahon
অথবা কল করে অর্ডার কনফার্ম করুন ১৬২৯৭ এই নম্বরে।