জর্ডানে শীতকালীন বৈরী আবহাওয়ার কারেন সেখানে অবস্থানরত প্রবাসীদের উদ্দেশ্যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানী আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। সেখানে বলা হয়, আম্মান ও জর্ডানের অন্যান্য কিছু শহরে বরফ পরা শুরু হয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ নাহিদা সোবহান এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এই আবহাওয়া চলাকালীন সময়ে সকলকে সচেতন ও নিরাপদ থাকার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।